× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফএ কাপ

জয়ের নায়কে তুষ্ট টেন হাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ১৬:২৬ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ১৭:৩৩ পিএম

আমাদ দিয়ালো মাঠে যতক্ষণ ছিলেন, মেতেছেন-মাতিয়েছেন দর্শকদের

আমাদ দিয়ালো মাঠে যতক্ষণ ছিলেন, মেতেছেন-মাতিয়েছেন দর্শকদের

ওল্ড ট্রাফোর্ডে এক ধ্রুপদী লড়াই দেখল বিশ্ব। বহু বাঁক এবং গল্পের রসদ লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড মহারণ। সমতায় থাকা ম্যাচ ‘ইলেভেন্থ আওয়ার’ বদলে দেন আমাদ দিয়ালো।  ২১ বর্ষী আইভরিকোস্ট তরুণের জাদুকরী গোলে এফএ কাপের সেমিফাইনালে রেড ডেভিলসরা।

ম্যাচ ঘড়ির ৮৪ মিনিটে রাফায়েল ভারানের বদলি নামেন আমাদ। রবিবারের ম্যাচ নিয়ে চলতি মৌসুমে ম্যানইউর হয়ে চতুর্থবার মাঠে নামার সুযোগ পান। খেলেছেনও মাত্র ৪৬ মিনিট। সময়টা নিতান্তই অপ্রতুল। বিষয়টি মানছেন ম্যানইউর কোচ টেন হাগ। তবে যতটুকুই খেলেছেন তাতেই তুষ্ট কোচ। 

ম্যাচের ১২১ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া নায়ককে নিয়ে কোচ বলেছেন, ‘তার প্রতি আমি সন্তুষ্ট। আমি মনে করি আমাদের আরও সুযোগ পাওয়া উচিত।’ 

‘কম সুযোগ’ এর ব্যাপারটি অবশ্য আমাদের ওপরও বর্তায়। ইনজুরি, ধারে খেলতে পাঠানো এবং এক পজিশনে একাধিক খেলোয়াড়ের লড়াই- এসব কারণেই দলে খুব একটা সুযোগ মেলেনি আমাদের। টেন হাগ বলছেন সেটাই, ‘এই মৌসুমে বেঞ্চে বেশি সময় ব্যয় করা খেলোয়াড়দের অন্যতম সে। এটির কারণ অবশ্য তার ইনজুরি। সে এখান (ইনজুরি) থেকে ফিরে এসেছে। কিন্তু এ পজিশনের জন্য লড়াই অনেকেরই।’

আমাদের এমন ফেরায় স্তুতি ম্যানইউ বসের কণ্ঠে, ‘দলের জয়ে অবদান রাখায় আমি সন্তুষ্ট। অ্যান্টনির পারফর্মও ছিল অসাধারণ। সে দলের জয়ে ভূমিকা রেখেছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা