চট্টগ্রামে আজ ফাইনালের উত্তাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ০১:৩০ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪ ০৯:১২ এএম
শান্ত না কুশল— কেউ একজন আজ হাসবে শিরোপার হাসি ছবি: বিসিবি
সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ অকপটে বললেন, ‘হানড্রেড পার্সেন্ট আশাবাদী— ম্যাচ জিতব, সিরিজও জিতব।’ নাভিদ নেওয়াজ সেখানে ভবিষদ্ব্যনী করেননি। সিরিজ নির্ধারণী তথা আজ সোমবার সকাল দশটায় শুরু হওয়া ‘অঘোষিত ফাইনালে’ শ্রীলঙ্কার সহকারী কোচ সুযোগ দেখছেন দুদলেরই। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে তাই সতর্ক শ্রীলঙ্কা।
লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপে সবশেষ মুখোমুখি ম্যাচে জয় আছে। ২০২১ সালে দলটির বিপক্ষে ওয়ানডে সিরিজেও জিতেছে বাংলাদেশ। তাই নিজেদের প্রিয় ফরম্যাটকে ঘিরে পুরোনো ছন্দে ফিরতে তাই আশাবাদী টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুদলের আজ অগ্নিপরীক্ষা। জিতলেই নিশ্চিত সিরিজ— এমন সমীকরণ সামনে রেখে সকাল দশটায় নামবে নাজমুল হোসেন শান্তর দল।
আগের দুই ওয়ানডে সন্ধ্যায় হওয়ায় ম্যাচে শিশিরের প্রভাব ছিল। তৃতীয় ওয়ানডেতে সেই শঙ্কায় নেই দুদল। তবে ১-১ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচে যে কেউ কাউকেই ছাড় দেবে না তা বলাই বাহুল্য। চট্টগ্রামে এখন ব্যাট-বলে ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষা।
শেষ ম্যাচে দুই দলই নামছে চোটের সমস্যা নিয়ে। বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিবের মতো সিরিজ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কা পেসার দিলশান মাদুশঙ্কারও। তানজিমের জায়গায় বাংলাদেশ ডেকে পাঠিয়েছে হাসান মাহমুদকে। বাংলাদেশ দলে আগের ম্যাচ থেকে আসতে পারে আরও দুটি পরিবর্তন।
টানা অফফর্মের কারণে দল থেকে বাদ পড়া লিটন দাসের জায়গায় আসতে পারেন জাকের আলী অনিক। স্পিনের কথা মাথায় রেখে শান্তদের একাদশে ঢুকতে পারেন রিশাদ হোসেন। লঙ্কানর শিবিরেও পরিবর্তনের আভাষ। তবে প্রথম দুটি ওয়ানডেতে দুদল যেমন শিশিরের শঙ্কায় ছিল, আজ সেটি নেই।
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে গতকাল সেই কথাই বলেছেন লঙ্কানদের সহকারী কোচ নওয়াজ, ‘একটা ব্যাপার নিশ্চিত, শিশিরের ব্যাপারটি থাকবে না। ফলে দুই দলের জন্য একই কন্ডিশন। আমরা উইকেটটা বুঝব। এরপর দেখব আগে ব্যাটিং বা বোলিংয়ের সুবিধা কী। কোন দল এ ক্ষেত্রে সুবিধা পাবে। এর বাইরে দিনের ম্যাচ বলে কন্ডিশন দুই দলের জন্য একই থাকবে।’
টাইগার অলরাউন্ডার মিরাজ অবশ্য আশাবাদী, ‘শেষ ম্যাচটা আমরা হেরেছি, আমরা তো জানি আমাদের কন্ডিশন সম্পর্কে। যেহেতু দিনের ম্যাচ অবশ্যই একটা সুবিধা থাকবে। রাতের খেলা নির্ভর করেছে টসের ওপর। অবশ্য কালকের (আজকের) ম্যাচটা ভালো খেলার চেষ্টা করব। অবশ্যই ১০০% আশাবাদী। ইনশাআল্লাহ আমরা ম্যাচটা জিতব এবং সিরিজটা জিতব।’
সবশেষ ২৪ ওয়ানডের হিসেব ধরলে টাইগারদের হার ১৬ ম্যাচেই। জয় শুধু ৭টিতে। লঙ্কানদের বিপক্ষে মোট ৫৬ ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছে ৪৩টিতে। বাংলাদেশের জয় ১১টি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ফল আলাদা করলে স্বস্তি আছে। বিশ্বকাপে লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করা এবং ঘরের মাটিতে সবশেষ সিরিজ জয় আত্মবিশ্বাস জোগাচ্ছে টাইগারদের।
২০২৩ বিশ্বকাপ বাদ দিলে আগের বছরগুলো ওয়ানডেতে সেরা ফর্মে ছিল বাংলাদেশ। সেই ফর্মের ছন্দ পতন গত বছরেই। হারানো গৌরব ফিরে পাওয়ার লড়াই শুরু গত বছর নিউজিল্যান্ডে। কিউইদের মাটিতে প্রথম ওয়ানডে জিতে বিশ্বকাপ দুঃখ কিছুটা ভুলতে পেরেছিল, তবে আক্ষেপ ঘোঁচেনি। এশিয়া কাপ, বিশ্বকাপ এবং তিনটি সিরিজ হারার পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে আত্মবিশ্বাস ফেরানোর চ্যালেঞ্জ।
নাজমুল হোসেন শান্তদের সামনে সমীকরণও সোজা, জিতলেই মিলবে তিন ম্যাচের ওয়ানডে শিরোপা। কুশল মেন্ডিসদের ওয়ানডে সিরিজে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির রসদও পেয়ে যাবে টাইগাররা।