প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ০০:৪১ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪ ০০:৪২ এএম
কুয়েতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন জামাল ভূঁইয়ারা
সৌদি আরবে সুযোগ-সুবিধার কোনো কমতি ছিল না। একটি আদর্শ ফুটবল ক্যাম্পে যা যা থাকা দরকার। তার সবই ছিল। ফ্যাসিলিটিসের প্রাচুর্যের মাঝে বাংলাদেশ নিজেদের ঝালাই করে নিয়েছে।
তায়েফ শহরের কিং ফাহাদ স্পোর্টস কমপ্লেক্সে ২-১৬ মার্চের ক্যাম্পে পূরণ করে নিয়েছে নিজেদের ঘাটতি। ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার আগে ২৮ ফুটবলারকে নিয়ে করা অনুশীলন ক্যাম্প নিয়ে তাই সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
স্প্যানিশ ফুটবল গুরু এই ক্যাম্পকে দেখছেন পুরো বছরের দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তি হিসেবে। তার মানে চলতি বছরজুড়ে ক্যাম্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করবে দেশের খেলোয়াড়রা।
মধ্যপ্রাচ্যের দেশটিতে শুধু অনুশীলনই করেনি বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ের ১২৭তম দল সুদানের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের গা গরম করে নিয়েছে। প্রথম ম্যাচ ছিল গোলশূন্য ড্র। তবে দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে উড়ে যায় দেশের ছেলেরা।
কিন্তু সুদানের মতো শক্তিশালী দলের সঙ্গে খেলে প্রস্তুতি সারতে পারাটা কম কীসের। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে এ অভিজ্ঞতা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে জামাল ভূঁইয়াদের জন্য। তাই তো দারুণ উজ্জীবিত হয়েই কুয়েতে পা রেখেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ রবিবার ম্যাচের ভেন্যু কুয়েতে পা রেখেছেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ সময় সন্ধ্যায় কুয়েতে পৌঁছে প্রবাসী বাঙালিদের ফুলেল শুভেচ্ছা সিক্ত হয়েছেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেলফি তোলার আবদার মিটিয়ে তবেই ছাড়া পেয়েছেন ফুটবলাররা।
মাঠের লড়াইয়ে ফিলিস্তিনকে মোকাবিলা করার আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প নিয়ে কাবরেরা প্রচণ্ড খুশি, ‘আমরা সৌদি আরবে যা যা করার জন্য এসেছিলাম, সেগুলো করতে পেরে দারুণ সন্তুষ্ট। এখানে দারুণ সুযোগ-সুবিধার মধ্যে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পেরেছি।’
ক্যাম্পে জায়গা পেয়েছিলেন বেশ কয়েকজন নতুন ফুটবলার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দাপুটে পারফরম্যান্সে কোচ কাবরেরার নজর কেড়েছিলেন এই তরুণ-তুর্কিরা। সামনে এগিয়ে চলার জন্য ক্যাম্পে নতুন খেলোয়াড়রা নিজেদের প্রস্তুত করে নিয়েছেন বলেই মনে করেন কাববেরা, ‘নতুনেরা আমাদের ধ্যানধারণার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে। তারা নিজেদের ঝালিয়ে নিতে পেরেছে। চূড়ান্ত স্কোয়াডে সুযোগ করে নেওয়ার কাজটাও নিবিড়ভাবে করতে পেরেছে।’
সুদানের বিপক্ষে খেলা গা গরমের ম্যাচ দুটি বেশ কাজে দেবে। কাবরেরার ভাষ্য তো এমনই, ‘সুদান আর ফিলিস্তিন একই ধরনের দল। সুদান দুটি ম্যাচেই যথেষ্ট আগ্রাসী ফুটবল খেলেছে। আমি খুশি, আমাদের খেলোয়াড়রা যথেষ্ট লড়াই করেছে। সব মিলিয়ে এ ম্যাচে ইতিবাচক অনেক কিছুই আছে।’
বিশ্বকাপ বাছাই পর্বে ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচটি খেলবে ২১ মার্চ। এ ম্যাচ খেলতেই রবিবার দুপুরে কুয়েতের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ টিম। সন্ধ্যায় মরুভূমির দেশটিতে পা রাখেন দেশের ফুটবলাররা।
ক্যাম্পের ২৮ ফুটবলারের মধ্যে ২৪ জনই খেলেছেন প্রস্তুতি ম্যাচে। তবে কোচ কাবরেরা এখনও চূড়ান্ত দল ঘোষণা করেননি। ম্যাচের আগের দিন ২০ মার্চ দেওয়া হতে পারে মূল টিম। হোম ম্যাচটি ২৬ মার্চ হবে ঢাকায়। প্রতিপক্ষ থাকছে একই।
বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ খেলছে ‘আই’ গ্রুপে। জামালদের মাঠের শত্রু অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। গত নভেম্বরে দুটি ম্যাচ খেলেছে কাবরেরার শিষ্যরা। মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে ধসে গেলেও ঢাকায় ঘরের মাঠে লেবাননের বিপক্ষে হোঁচট খেয়েছে ১-১ গোলে।