× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল ২০২৪

সাদমানের ব্যাটে সিটি ক্লাবকে হারাল লিজেন্ডস অব রূপগঞ্জ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ১৭:২২ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৪ ১৭:২৩ পিএম

সাদমানের ব্যাটে সিটি ক্লাবকে হারাল লিজেন্ডস অব রূপগঞ্জ

সিটি ক্লাবের হয়ে ব্যাট হাতে একাই লড়াই করেছিলেন সাদিকুর রহমান। আব্দুল হালিম ও আলাউদ্দিন বাবুর বোলিং তোপে ধস নামে দলটির ব্যাটিং অর্ডারে। তারা দুজনে ৪টি করে মোট ৮ উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রাখেন সাদিকুর। তার ৯৬ রানের ইনিংসে ভর করে ১৮৭ রানের লড়াইয়ের পুঁজি পায় সিটি ক্লাব। যদিও অল্প পুঁজি নিয়ে লড়াই উপহার দিতে পারেনি সিটি ক্লাব। সাদমান ইসলামের ৯১ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৫ উইকেটের সহজ জয় পায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। 

আজ শুক্রবার (১৫ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারে মাত্র ১৮৭ রানে অলআউট হয়ে যায় সিটি ক্লাব। জবাব দিতে নেমে ওপেনার সাদমান ইসলামের অপরাজিত ইনিংসে ভর করে ৩৭.১ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয়ের জয়ের বন্দরে পৌছে যায় গাজী। 

অবশ্য সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার তৌফিক খান তুষারকে হারায় রূপগঞ্জ। মাত্র পাঁচ রান করেই মেহেদি হাসানের শিকার হন তিনি। এরপর উইকেটে আসা রিজওয়ান চৌধুরীকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন সাদমান। কিন্তু ব্যক্তিগত ৩৪ রানে নাইমুর রহমান নয়নের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রিজওয়ান। সেই ধাক্কা সামলে অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে আরেকটি জুটি গড়েন সাদমান। কিন্তু ইফরান হোসেনের বলে ৩২ রান করা মুমিনুল এলবিডব্লিউয়ের শিকার হলে ৫৫ রানের জুটি ভাঙে তাদের।

এরপর উইকেটের অন্যপাশে থাকা সাদমান টানা দুই চারের মারে ৬৫ বলেই নিজের হাফসেঞ্চুরি তুলে নেন। তার ব্যাটে করেই জয়ের পথে থাকে দলটি। শেষ দিকে আমিনুল ইসলাম বিপ্লব ১৮ ও শামিম পাটোয়ারি ২ রানে ফিরলেও সমস্যা হয়নি দলটির। সাদমানের অপরাজিত ইনিংসে ভর করেই মৌসুমে টানা দ্বিতীয় জয় তুলে নেয় রূপগঞ্জ।

এর আগে সিটি ক্লাবের ওপেনার সাদিকুর ছাড়া কেউই তেমন রান করেনি। টস হেরে ব্যাটিং করতে নেমে আরেক ওপেনার হাসান ফিরেছেন ১৭ বলে মাত্র ৬ রান করে। এরপর দলটির টপ অর্ডারে কোনো ব্যাটারই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। বাকিদের আসা-যাওয়ার মিছিলে ৬৫ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন সাদিকুর। 

এ সময় আশিক উল আলমকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন সাদিকুর। কিন্তু ৩৪ রানে আশিক ফিরলে তাদের ৬৬ রানের জুটি ভাঙে। এরপর হালিম ও বাবুর বোলিং তোপে কোনো ব্যাটারই দুই অংকের ঘরে পৌছাতে পারেনি। সাদিকুর শেষ পর্যন্ত পুড়েছেন সেঞ্চুরি মিসের আক্ষেপে। হালিমের বলে বোল্ড ফেরেন সাদিকুর। ইনিংস জুড়ে ১১ চারের সাহায্যে ১১০ বলে ৯৬ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। তার ইনিংসে ভর করেই লড়াকু সংগ্রহ পায় সিটি ক্লাব। 

সংক্ষিপ্ত স্কোর

সিটি ক্লাব: ৪৬.২ ওভারে ১৮৭/১০ (সাদিকুর রহমান ৯৬, আশিক উল আলম নাইম ৩৪, রাফসান আল মাহমুদ ১৮; আব্দুল হালিম ৪৪/৪, শুভাগত হোম ২৯/২, আলাউদ্দিন বাবু ৩২/৪)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৩৭.১ ওভারে ১৮৮/৫ (সাদমান ইসলাম ৯১*, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৩৪, মুমিনুল হক ৩২; ইরফান হোসেন ৪০/১, মেহেদি হাসান ২২/১, নাইমুর রহমান ৩৪/১, সাদিকুর রহমান ৬/১, আশিক উল আলম নাইম ৮/১)

ফল: ৫ উইকেটে জয়ী লিজেন্ডস অব রূপগঞ্জ

ম্যাচসেরা: সাদমান ইসলাম। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা