× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিভারপুলের গোলবন্যার ম্যাচে সালাহর ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪ ১১:৩৪ এএম

আপডেট : ১৫ মার্চ ২০২৪ ১১:৪৬ এএম

লিভারপুলের গোলবন্যার ম্যাচে সালাহর ইতিহাস

প্রথম লেগে ৫-১ গোলে জিতেছিল লিভারপুল। দ্বিতীয় লেগেও বিধ্বংসীরূপে মাঠ দাপিয়েছে ইয়ের্গুন ক্লপের শিষ্যরা। বৃহস্পতিবার ঘরের মাঠে স্পার্তা প্রাগের ওপর ছড়ি ঘুরিয়ে ৬-১ গোলের ব্যবধানে ম্যাচ শেষ করেছে স্বাগতিকরা। আর দুই লেগ মিলিয়ে ১১-২ গোলে জয়ের রাতে ইতিহাস গড়েছেন মোহাম্মদ সালাহ।

এদিন চলতি মৌসুমের ২০তম গোলের দেখা পান সালাহ। টানা সাত মৌসুমে অন্তত ২০ গোল করলেন মিসর তারকা। তিনটি অ্যাসিস্টও আছে তার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় মৌসুমে ২০ গোল ও ১০ অ্যাসিস্টের কৃতী গড়লেন তিনি। একবিংশ শতাব্দীতে তার চেয়ে বেশি মৌসুমে এ কীর্তি গড়েছেন কেবল লিওনেল মেসি (১৩), লুইস সুয়ারেজ (৯) ও ক্রিস্টিয়ানো রোনালদা (৯)।

বছরের শুরুতে আফ্রিকা কাপ অব নেশনসে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সালাহ। মাঠে ফিরে প্রাগে প্রথম লেগ ও ম্যানসিটিদুটো ম্যাচেই বদলি হিসেবে নামেন। তবে আজ শুরু থেকেই খেললেন। গোল করেন এবং করান।

অ্যানফিল্ডে এদিন ১৪ মিনিটের মধ্যে ৪ গোল করে লিভারপুল। সাত মিনিটে গোলমুখ খোলেন ডারউইন নুনেজ। পরের মিনিটেই সালাহর অ্যাসিস্টে গোলের দেখা পান ববি ক্লার্ক। মিনিট দুয়েক পরই সালাহ নিজেই গোল করেন। তারপর কডি গাকপো তার ক্রস থেকে ৪-০ করেন। ডমিনিক সোবোসলাই দ্বিতীয়ার্ধে ৫-১ করেন। গাকপো পান দ্বিতীয় গোল। স্পার্তার হয়ে একমাত্র গোল ভেলিকো বারমানোসেভিচের।

ম্যাচ শেষে কোচ ক্লপকে নিয়ে কনর ব্রাডলি বলেছেন, ‘এ ক্লাবে সে একমাত্র কোচ, যাকে আমি চিনি। তার চলে যাওয়া বেদনাদায়ক। আমরা তার জন্য সব শিরোপা জিততে চাই এবং তাকে সেরা বিদায়টা দিতে চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা