× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়াদ-মুশফিকের ব্যাটিংয়ে মুগ্ধ হেম্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ২০:২১ পিএম

রিয়াদ-মুশফিকের ব্যাটিংয়ে মুগ্ধ হেম্প

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার লঙ্কানদের দেওয়া ২৫৬ রানের লক্ষ্যে যদিও শুরুটা মোটেও ভালো ছিল না টাইগারদের। টাইগাররা ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে গিয়েছিল। সেখান থেকে নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। 

লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ম্যাচ শেষে তিনি প্রশংসা করেন রিয়াদ ও মুশফিকের। তারা অভিজ্ঞতার সবটা ঢেলে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমও প্রশংসা করেন রিয়াদের। তার মতে, সেরা জুটি দিয়েছেন রিয়াদ-শান্ত। এবার রিয়াদ ও মুশফিককে প্রশংসায় ভাসিয়েছেন দলের নতুন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। 

হেম্প বলেন, ‘আমার মতে, রিয়াদের যে এপ্রোচ ছিল তা অসাধারণ। ওই সময় বল সুইং করছিল, লঙ্কানরা স্টাম্প বরাবর বোলিং করছিল, এগুলো সে খুব ভালো মতো সামলেছে। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, সে তার লেন্থ পরিবর্তন করেছে, বোলারদের ওপর চড়াও হয়েছে। তার এই এপ্রোচ শান্তর ওপর থেকে চাপ কমিয়ে দিয়েছে।’ 

শান্ত ও মুশফিক পরে ম্যাচ জেতানো ১৬৫ রানের জুটি গড়েন। তবে হেম্পের মতে, রান তাড়ার ভিত্তি গড়ে দিয়েছে শান্ত-রিয়াদের ওই ৬৯ রানের জুটি। ওই জুটি এবং এপ্রোচে ম্যাচ শ্রীলঙ্কার থেকে বের করে নিয়েছে বলেও মন্তব্য করেছেন হেম্প। তবে ভীত না হয়ে খেলা মুশফিকের ইনিংসও অসাধারণ বলে মন্তব্য করেছেন তিনি। 

হেম্প বলেন, ‘অসারধণ ইনিংস খেলেছে মুশফিক। কারণ সে নিজেকে ম্যাচে সপে দিয়েছে, ভীত হয়নি। সে যেটা ভালো পারে সেটাই করতে চেয়েছে এবং বাউন্ডারিতে রান করার সুযোগ তৈরি করেছে। আমার মনে হয়, ইনিংস জুড়েই আমরা ভালো খেলেছি।’ 

অধিনায়ক শান্ত ১২২ রানের ইনিংস খেলেছেন। নিজের সর্বোচ্চ ওয়ানডে ইনিংসের পাশাপাশি অধিনায়ক হয়ে দেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসও নিজের করে নিয়েছেন। তার প্রশংসা তাই করতেই হবে হেম্পের, ‘আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, যেমন অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাটার এবং অধিনায়ক হিসেবে তার জন্য এটা অসাধারণ দিন।’ 

ফেব্রুয়ারিতে নতুন করে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান ডেভিড হেম্প। পূর্ণমেয়াদে দায়িত্ব পাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হয়েছে তার অ্যাসাইনমেন্ট। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডেতে সিরিজ জ্যের পথে এগিয়ে আছে তারা। আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। দুপুর আড়াইটায় শুরু হবে খেলা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা