ডিপিএল ২০২৪
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৭:১৬ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪ ১৯:১৪ পিএম
বিলম্বে ম্যাচ শুরু হওয়ায় খেলা হয় ৪৭ ওভারে। সোহান ও সৈকত আলীর ফিফটিতে ভর করে ২৩৮ রানের লক্ষ্য দেয় জামাল। সোহানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮০ রান। ৫৬ রান করেন ওপেনার সৈকত। এ ছাড়া ৩৫ রান আসে ইয়াসির আলীর ব্যাট থেকে। শাইনপুকুরের জাওয়াদ রোয়েন ৩৭ রানে ৩ ও রবিউল হক ৩৫ রান দিয়ে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে ২৮ রানের মধ্যে জিশান আলম আর অমিত হাসানকে হারালেও ওপেনার খালিদ হাসান ও মার্শাল আইয়ুবের ১০৫ রানের জুটিতে সঠিক পথেই হাটতে থাকে শাইনপুকুর। ১৪ রানের মধ্যে মার্শাল আইয়ুব (৫৭) ও খালিদ হাসান (৬৬) আউট হয়ে গেলেও লক্ষ্যচুত হয়নি শাইনপুকুর অধিনায়ক আকবর আলির স্তিতিধি ব্যাটিংয়ে। ইরাফান শুক্কুরকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৫২ বলে ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬২ রান করে ম্যাচ সেরা হয়েছেন আকবর।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪৭ ওভারে ২৩৭/৭ (সাইফ৬, সৈকত ৫৬, রবিউল ১২, ফজলে মাহমুদ ৮, সোহান ৮০, ইয়াসির আলী ৩৫, জিয়াউর ০, তাইবুর ১৭*; রিপন ৬*; রবিউল ৯-২-৩৫-২, হাসান মুরাদ ১০-০-৪৮-০, মুগ্ধ ৯-০-৫৬-১, আরাফাত সানি ১০-০-৫১-১, জাওয়াদ রয়েন ৯-০-৩৭-৩)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৪.৫ ওভারে ২৩৮/৪ (জিশান আলম ১৪, খালিদ হাসান ৬৬, অমিত হাসান ২, মার্শাল আইয়ুব ৫৭, আকবর আলী ৬২*, ঈড়োফাণ শুক্কুর ৩২*; জিয়াউর ৩-০-২১-১, টিপু সুলতান ১০-১-৪৬-১, রবিউল ১-০-৬-০, রিপন ৮.৫-১-৫৭-০, আরিফ ৯-০-৪১-১, তাইবুর ৫-০-২৮-০, সাইফ ৭-০-৩০-০, সৌকত ১-০-৬-১)
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আকবর আলী।