× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিলারের বিয়ে পেছাতে দেড় কোটি খরচ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ১৬:৪৫ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ১৭:৫১ পিএম

ডেভিড মিলার ও তার স্ত্রী ক্যামিলা হ্যারিস

ডেভিড মিলার ও তার স্ত্রী ক্যামিলা হ্যারিস

মঞ্চ প্রস্তুত। প্রস্তুত কনেও। তবে বর পরবাসে। মত্ত ক্রিকেটে। ভাবতেই কেমন যেন বেখাপ্পা লাগছে। তবে টাকা অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনটাই ঘটেছে। বর দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের মধ্যমণি ডেভিড মিলার। কনে তারই বান্ধবী ক্যামিলা হ্যারিস।

কিলার মিলার খ্যাত ডেভিড মিলার দশম বিপিএলের শেষ তিন ম্যাচে অংশ নেন ফরচুন বরিশালে। শিরোপাধারীদের হয়ে তার শেষ ম্যাচটি খেলার কথা ছিল না। বিয়ের দিন তারিখ চূড়ান্ত থাকায় আগে থেকেই টিকিট কেটে রাখেন। তবে ম্যাচের আগে হুট করেই সিদ্ধান্ত বদল। ফ্রাঞ্চাইজি মালিকের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ মিটিংয়ে বদলে যায় দৃশ্যপট। গুছানো লাগেজ কিংবা স্ত্রীর জন্য কেনা গিফট ফের আলমারিতে তুলে রাখেন। ফাইনাল মঞ্চে নামেন। দলের শিরোপা জয়ে সাক্ষী হন। 

শত ‘না’ সত্ত্বেও কিসের টানে থেকে গেলেন মিলার। এর উত্তর অনেকেরই অজানা। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের এক বক্তব্য ঘিরে তৈরি হয়েছে ধ্রুমজাল। সম্প্রতি এ স্পোর্টসের দ্য প্যাভিলিয়ন অনুষ্ঠানে বিপিএল প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিলারের পারিশ্রমিক (বিপিএল) নিয়ে কথা বলেন ওয়াসিম। বলেন, ‘বিপিএল কারা জিতেছে সেই আলাপ করছি, পিএসএলের কারণে সেটা খেয়াল করিনি। আমি মাত্রই জানতে পারলাম ডেভিড মিলারকে তিন ম্যাচের জন্য দেড় লাখ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেজন্য সে তার বিয়ে স্থগিত করে দেয়।’

যদিও ওয়াসিম আকরামের তথ্য ‘মিথ্যা’ বলেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। জানিয়েছেন, ‘এই (মিলারকে নিয়ে ওয়াসিমের দেওয়া বক্তব্য) তথ্য সম্পূর্ণ ভুল। মিথ্যা।’ বলেন, ‘ওয়াসিম আকরাম কি আমাদের টিমের সঙ্গে ছিলেন? আমি জানি তাকে কত দেওয়া হয়েছিল। বিশেষ করে দলের মেম্বারদের সঙ্গে তার দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে সে ফাইনাল খেলে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা