প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ০৮:৩২ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪ ০৮:৩৭ এএম
কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে অনুশীলনে আবাহনীর ক্রিকেটাররা
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। আবাহনী ব্যাপারটা নিশ্চিত মাথায় রেখেই মাঠে নেমেছিল। তার ফলও পেয়েছে জায়ান্ট টিমটি। মাঠের লড়াইয়ে তাদের পারফরম্যান্স হয়েছে শিরোপাধারীদের মতোই। রাজকীয় স্টাইলে খেলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুভসূচনা করেছে আবাহনী। বিশাল জয়ে নিজেদের উদ্বোধনী ম্যাচ রাঙিয়েছে আকাশি-নীল শিবির। মিরপুরে প্রথম ম্যাচেই তারা ১৭১ রানে উড়িয়ে দিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে।
দারুণ শুরুর সেই সুখস্মৃতি নিয়ে আজ ফের মাঠে নামছে আবাহনী। ফতুল্লায় তাদের মাঠের শত্রু আর কেউ নয়- গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। সকাল ৯টায় মাঠে গড়াবে দুদলের লড়াই। প্রথম ম্যাচের মতো আজও জয় ছিনিয়ে নিতে চায় আবাহনী। বাড়িয়ে নিতে চায় পয়েন্টের পুঁজি। আর প্রথম ম্যাচে হার দিয়ে নতুন মিশন শুরু করেছে গাজী টায়ার্স। নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৬ উইকেটে ধসে গিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে আজ যে করেই হোক জয় ছিনিয়ে নিতে চায় গাজী টায়ার্স। আগের ম্যাচের ক্ষত শুকিয়ে প্রথম জয়ের দেখা পেতে ময়দানের প্রতিদ্বন্দ্বিতায় বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তারা। রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন আবাহনীকে হারাতে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না আশিকুর রহমান শিবলি-মারুফ মৃধাদের গাজী টায়ার্স।
আবাহনীর সংগ্রহ এখন ২ পয়েন্ট। তাদের সঙ্গে শেখ জামাল, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডান ও গাজী গ্রুপের পুঁজিও তাদের সমান ২। তবে রান রেটে (৩.৪২০) এগিয়ে থাকায় ১২ দলের এই ঘরোয়া টুর্নামেন্টের পয়েন্ট তালিকার সবার ওপরে রয়েছে ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেনের আবাহনী।
দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে শেখ জামাল। তাদের লড়াই আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ধানমন্ডির ক্লাবটি জয় দিয়ে প্রিমিয়ার ডিভিশন শুরু করলেও প্রথম ম্যাচেই হারের তেতো স্বাদ হজম করেছে শাইনপুকুর। শেখ জামাল নিজেদের প্রথম ম্যাচে ১১০ বল হাতে রেখেই ৬ উইকেটে উড়িয়ে দিয়েছিল গাজী টায়ার্সকে। আজও জয়ের ছন্দটা ধরে রাখতে চায় অধিনায়ক নুরুল হাসানের দল। তবে ছেড়ে কথা বলবে না আকবর আলীর শাইনপুকুর। টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজেই মাঠে নামবে তারা। ক্ষুধার্ত বাঘের মতো হানা দেবে তারা প্রতিপক্ষের ডেরায়। ২ পয়েন্ট নিয়ে শেখ জামাল রয়েছে তালিকার দুইয়ে। নবম স্থানে থাকা শাইনপুকুর এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল ৯টায় মাঠে গড়াবে শেখ জামাল-শাইনপুকুরের লড়াই।
ফতুল্লায় জয়ে আসর শুরু করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টের প্রথম দিনই শাইনপুকুরকে ৭১ রানে ধরাশায়ী করেছিল তারা। আজ তাদের লড়াই ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। জয়ের দেখা পেতে মরিয়া হয়েই মাঠে নামবে ব্রাদার্স। কেননা শুরুতেই হারের অস্বস্তি সঙ্গী হয়েছে তাদের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮৪ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। সেই হারের কষ্টটা ভুলে জয়ের বিকল্প ভাবছে না অধিনায়ক মনির হোসেনের ব্রাদার্স। শেখ জামালের সমান ২ পয়েন্ট নিয়ে টেবিলে প্রাইম ব্যাংক অবস্থান করছে চারে। শূন্য পয়েন্টে ব্রাদার্স পড়ে আছে দশম স্থানে। সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে সকাল ৯টায় মাঠে গড়াবে প্রাইম ব্যাংক-ব্রাদার্সের ম্যাচ।