× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সতীর্থদের কৃতিত্ব দিলেন শান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ২৩:০৭ পিএম

নাজমুল হোসেন শান্ত। ছবি : ক্রিকইনফো

নাজমুল হোসেন শান্ত। ছবি : ক্রিকইনফো

সামনে থেকেই দলকে নেতৃত্ব দিলেন নাজমুল হোসেন শান্ত। খেললেন  ক্যাপ্টেন্স নক। ১২৯ বলের ইনিংসে অপরাজিত থাকলেন ১২২ রানে। অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে পেলেন ম্যাচ সেরার পুরস্কারও। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ে সতীর্থদের কৃতিত্ব দিলেন টাইগার কান্ডারি। 

পুরস্কার বিতরণী মঞ্চে ‍শান্ত জানালেন, ‘আমরা আগেই জানতাম যে নতুন বলে ব্যাট করাটা কঠিন হবে। এরপর শিশিরের কারণে উইকেট সহজ হয়ে যায়। এর আগে বোলিংয়ে আমরা তাদের বেশ অল্প রানেই আটকে রাখতে সমর্থ হয়েছি। আমি বোলারদের উপর আস্থাবান ছিলাম। শুরুতে তাসকিন–শরিফুলের জন্য কাজটা খুব কঠিন ছিল। আমরা অবশ্য দারুণভাবে ঘুঁরে দাঁড়াই। বোলারদের পারফরম্যান্সে আমি খুবই খুশি।’ সতীর্থ দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের প্রশংসা করে শান্ত জানান, ‘মাহমুদউল্লাহ দারুণভাবে শুরু করে। এটা আমাকে খুবই সাহায্য করেছে। আর মুশি ভাই (মুশফিক) তার অভিজ্ঞতার প্রমাণ দেখিয়েছে। তার সামর্থ সম্পর্কে আমরা সবাই জানি। আশা করছি , এই ফর্ম সে ধরে রাখবে।’ 

হারের জন্য শিশিরকে দায়ী করেছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ম্যাচ শেষে বলেন, শুরুতে পাথুম এবং আভিস্কা দারুণ ব্যাট করেছে। তবে মিডল ওভারগুলোতে আমাদের ব্যাটারদের ভুগতে হয়েছে। এই উইকেটে ‍২৮০ রানের বেশি করা উচিৎ ছিল। বোলিংয়ের সময় ২০ ওভারের পর থেকে শিশির পড়া শুরু হয়। বল ভিজে যায়। এতে বলের উপর নিয়ন্ত্রণ রাখাটা আমাদের বোলারদের জন্য কঠিন হয়ে পড়ে। আর এটা স্বাগতিক ব্যাটারদের সুবিধা দিয়েছে। আশা করছি আগামী ম্যাচে আমরা আরো ভাল খেলব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা