ডিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ১৯:৩৯ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৪ ২০:১৮ পিএম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম দিন ছিল বোলারদের। দ্বিতীয় দিন অবশ্য রান সাক্ষাৎ পেয়েছেন ব্যাটাররা। এদিন ব্যাটার-বোলারদের লড়াই ছিল সমানে সমান। প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বড় জয় দিয়ে যাত্রা সুগম করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আর সিটি ক্লাবকে উড়িয়ে আসরে শুভসূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বিকেএসপির তিন নম্বর মাঠে মঙ্গলবার (১২ মার্চ) মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২৫৮ রান তুলে ফরহাদ হোসেনের নেতৃত্বাধীন রূপগঞ্জ। জবাবে ৭ বল হাতে রেখে ৩ উইকেটে জয় তুলে নেয় গাজী গ্রুপ। ম্যাচ মন্থর গতির হলেও চোখে পড়ার মতো ছিল রূপগঞ্জ টাইগার্স ব্যাটারদের পারফর্ম। দলের আটজন ব্যাটার ছুঁয়েছেন দুই অংকের ঘর। সর্বোচ্চ সংগ্রাহক ওপেনার আবদুল্লাহ আল মামুন। ৯৫ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬১ রান তোলেন তিনি। রান তাড়ায় বেশ সচেষ্ট ছিলেন গাজী গ্রুপের ব্যাটাররাও। বোজবাজি নয়, বরং রয়েসয়ে রান চাকা ঘুরিয়েছেন তারা।
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ টাইগার্স : ৫০ ওভারে ২৫৮/৭ (মামুন ৬১, শামসুর রহমান ৩৬, গালিব ৩৪, মাহফুজুল ইসলাম ২৯; রুহেল মিয়া ১/৪১, শেখ পারভেজ ১/৩৬)।
গাজী গ্রুপ : ৪৮.৫ ওভারে ২৬০/৭ ( আল আমিন ৫৯, মোহিন খান ৪৩*, হাবিবুর রহমান ৩৩; নাবিল সামাদ ৩/৪৬, সোহাগ গাজী ১/৩৫)।
ফল : গাজী গ্রুপ ৩ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মোহিন খান।
ডিপিএলে দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলায় ব্রাদার্সের তোলা ২০২ রান ৩৬ ওভারে উতরে যান মুমিনুল হকরা। দুই পেসার আল আমিন হোসেন ও অনূর্ধ্ব-১৯ দলের চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের বোলিংয়ে অল্পতে আটকা পড়ে ব্রাদার্স ইউনিয়ন। পরে দুই ওপেনার তৌফিক খান তুষার ও সাদমান ইসলামের ৯৪ রানের অনবদ্য জুটি দলকে জয়ের ভিত গড়ে দেন। দুই ওপেনারই ফিফটির দেখা পান। ৪২ বলে ৬৬ রান করেন তুষার। ৯ বাউন্ডারি এবং ৪ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। রাহাতুল ফেরদৌসের বলে কট আউট হয়ে ফেরার আগে সাদমান ৭ বাউন্ডারিতে তোলেন ৬৭ রান। দুর্দশার দিনে ফেরদৌস তোলেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ব্রাদার্স ইউনিয়ন : ৪৮.২ ওভারে ২০২/১০ (মাহমুদুল হাসান ৪২, মনির হোসাইন ৩৭, আবু জায়েদ রাহি ২৯; আল আমিন হোসেন ৩/৪৩, মোহাম্মদ রিজওয়ান ২/২৯)।
লিজেন্ডস অব রূপগঞ্জ : ৩৬ ওভারে ২০৪/৪ (তৌফিক খান ৬৬, সাদমান ইসলাম ৬৭, মুমিনুল হক ১৬; ফেরদৌস ৩/৪০, মনির হোসেন ১/৩৮)।
ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : আল আমিন।
দিনের তৃতীয় খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি সিটি ক্লাব। সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে ম্যাচটি ছিল একপেশে। রনি তালুকদার (৭১) ও মাহিদুল ইসলাম অঙ্কনের (৬৭) ব্যাটে ভর করে প্রথমে ব্যাটিং করে মোহামেডান তুলেছিল ২৪০ রান। ধুঁকতে ধুঁকতে সিটি ক্লাব থামে ১৯৭ রানে। মুশফিক হাসান ৪টি ও আরিফুল ইসলাম ৩ উইকেট শিকার করে ধস নামান সিটি শিবিরে।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ৪৯.৩ ওভারে ২৪০/১০ (রনি ৭১, অঙ্কন ৬৭, রুবেল মিয়া ৩৩; মেহেদী হাসান ৪/৩২, সঞ্জিত শাহা ২/৫৫)।
সিটি ক্লাব : ৪৬.২ ওভারে ১৯৭/১০ (রাফসান ৫৬, শাহরিয়ার কমল ৩৮, মইনুল ইসলাম ৩৬; মুশফিক হাসান ৪/৪৩, নাইম হাসান ২/৩২)।
ফল : মোহামেডান ৪৩ রানে জয়ী।
ম্যাচসেরা : মুশফিক হাসান।