× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশিকুরের কীর্তি ছাপিয়ে শেখ জামালের জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৮:৪৮ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৯:১৭ পিএম

আশিকুরের কীর্তি ছাপিয়ে শেখ জামালের জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী দিনেই রেকর্ডবুকে নাম লিখিয়েছেন আশিকুর রহমান শিবলি। দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ‘ক্যারিং দ্য ব্যাট থ্রু আ কমপ্লিট ইনিংস’-এর কীর্তি গড়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই ওপেনার। তবে ডানহাতি এই ব্যাটারের এমন কীর্তি বিফলে গেছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৬ উইকেটে হেরে গেছে শিবলির দল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি।  

আশিকুরের কীর্তির প্রায় ২৩ বছর আগে প্রথমবার ‘ক্যারিং দ্য ব্যাট থ্রু আ কমপ্লিট ইনিংস’-এর কীর্তি গড়েছিলেন বাংলাদেশি ওপেনার জাভেদ ওমর বেলিম। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১০৩ রানে গুটিয়ে যাওয়া ম্যাচে ৩৩ রানে অপরাজিত ছিলেন তিনি। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাভেদের সঙ্গী হলেন ১৮ বছর বয়সি আশিকুর।

সোমবার (১১ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে মাত্র ১৬৭ রানে অলআউট হয়ে যায় গাজী টায়ার্স। এদিন এক প্রান্ত আগলে ধরে রেখে ১৩৩ বলে ৮৯ রানে অপরাজিত ছিলেন শিবলি। শেখ জামালের হয়ে বল হাতে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১০ ওভারে স্রেফ ৩০ রানে ৪ উইকেট নেন স্পিনার টিপু সুলতান। 

এরপর জবাব দিতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ফেলেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে ওপেনার সাইফ হাসান (৪৫), ফজলে মাহমুদ (৩১), অধিনায়ক নুরুল হাসান সোহান (৩১*) ও ইয়াসির আলী রাব্বির (৪৪*) ব্যাটে ৬ উইকেট হাতে রেখেই ৩১.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় গত আসরের রানার্সআপ দলটি।

সংক্ষিপ্ত স্কোর :  

গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি : ৪৭.৫ ওভারে ১৬৭ (আশিকুর ৮৯*, ইফতেখার হোসেন ৩১, আশিক ৯, জুবারুল ১০, তাহজিবুল ৪, সাঈদ ১, শামিম ৭, ইফতেখার সাজ্জাদ ০, আরিফুল ২, তৌফিক ৩, মারুফ ০; শফিকুল ৭-০-২১-১, রিপন ৮.৫-২-২৯-২ আরিফ ১০-০-৪৬-১, রবিউল ৪-০-১৯-০, টিপু ১০-০-৩০-৪, তাইবুর ৪-০-১১-০, সাইফ ৪-২-৭-১) 

শেখ জামাল ধানমন্ডি ক্লাব : ৩১.৪ ওভারে ১৬৮/৪ (সাইফ ৪৫, সৈকত ০, রবিউল ৩, ফজলে মাহমুদ ৩১, সোহান ৩১*, ইয়াসির ৪৪*; মারুফ ৮-০-৪৭-৩, তৌফিক ৪.৪-০-৪৬-১, ইফতেখার সাজ্জাদ ৫-০-১৪-০, শামিম ৭-১-৩২-০, আরিদুল ৬-০-১৯-০, ইফতেখার হোসেন ১-০-৯-০) 

ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬ উইকেটে জয়ী 

ম্যান অব দা ম্যাচ : টিপু সুলতান 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা