× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তদের বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৪:৩৬ পিএম

শান্তরা আশা জাগিয়েও পারেনি সিরিজ জিততে— ছবি: বিসিবি

শান্তরা আশা জাগিয়েও পারেনি সিরিজ জিততে— ছবি: বিসিবি

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর উচ্ছ্বসিত লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা বলেন, ‘এই জয়ে আমরা আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে পারব।’ টাইগারদের সিরিজে হারিয়ে আগামী জুন মাস থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের রসদ পেয়ে গেছে লঙ্কান শিবির। সিরিজটিকে বারবার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বলেছেন বাংলাদেশের লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এখান থেকে টনিক পেল লঙ্কানরা বিপরীতে বিশ্বকাপের আগে প্রস্তুতির ধাক্কা সামলে ওঠাটাই এখন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। 

শঙ্কা, সম্ভাবনা এবং সবশেষ ব্যর্থতা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টোয়েন্টির প্রথমটিতে হারে টাইগাররা। দ্বিতীয়টিতে ঘরের মাটিতে সর্বোচ্চ রান তাড়া করে জিতে সমতায় ফেরে শান্ত ব্রিগেড। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ব্যর্থ হলো স্বাগতিকরা। বাংলাদেশের সেই পুরোনো টপ অর্ডার ব্যর্থতা। শুরুর দিকে হতশ্রী ব্যাটিং আর ফিনিশিংয়ে অদক্ষতা। বোলারদের দাপুটে শুরুর পর হঠাৎ খেই হারানো।

জাকের আলী অনিক ও রিশাদ হোসেনের হার না মানা মানসিকতা অবশ্যই ইতিবাচক। কিন্তু কঠিন পরীক্ষার সামনে নুইয়ে পড়ার মানসিকতা থেকে বেরুতে পারেনি টাইগাররা। যদিও শান্ত বলেছেন, ‘ফিরে আসার যে তাড়না সেটা দেখানো গেছে সিরিজে।’ ম্যাচ শেষে আগামীতে ভুল শুধরে ওঠার প্রতিশ্রুতি দিয়েছেন টাইগার অধিনায়ক। আগামী ৭ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে নামবে বাংলাদেশ। তার আগে প্রস্তুতির ঘাটতি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জটা থাকছে হাথুরুসিংহের শিষ্যদের ওপর। 

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে রবিবার চট্টগ্রামে পৌঁছেছে শান্ত বাহিনী। ওয়ানডে সিরিজের আগে বেশ কিছু বিষয় চলে এসেছে সামনে। ব্যাটিংয়ে টপ অর্ডার ব্যাটিং এবং ডেথ ওভারের বোলিংকে কার্যকর করা। শেষ ভালোর যুদ্ধে নিয়মিতভাবে খেই হারানোর দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসা। সর্বোপরি মনের ভয় জয় করা। এই টি-টোয়েন্টি সিরিজে প্রতিবার টস জিতলেও একবারও আগে ব্যাট করেনি বাংলাদেশ। আগে ব্যাট করে বড় স্কোর দাঁড় করানোর চ্যালেঞ্জ নেওয়ার সাহস দেখাতে পারেনি টাইগাররা। 

সিরিজ জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ছিল ১৭৫ রান। বাটিংবান্ধব উইকেটে ‍এই টার্গেটে পৌঁছানো খুব কঠিন কিছু ছিল না। কিন্তু পৌনে দুশ রানের চাপে স্বাগতিকদের টপ অর্ডার ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। লঙ্কান পেসার নুয়ান থুসারার হ্যাটট্রিকে হারার আগে হেরে বসে থাকে টাইগাররা। অধিনায়ক তাই কথা দিয়েছেন, এমন আর হবে না। উইকেট ব্যাটিং করা যে কঠিন ছিল না সেটা কিন্তু ঠিকই বুঝিয়ে দিয়েছেন দুই টেল এন্ডার রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। নয় নম্বরে খেলতে নেমে ২৬ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছান রিশাদ। আর ২১ বলে ৩১ রান করেন তাসকিন। যদিও সিরিজ শেষে আশার কথাই বলেছেন শান্ত, ‘যদি পুরো সিরিজের দিকে তাকান, আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচে রিশাদ, তাসকিনের ব্যাটিং সত্যি খুশি হওয়ার মতো।’ 

ফিনিশিংয়ে ব্যর্থতা প্রসঙ্গে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির ক্রিকেট কোচ এবং দেশের সেরা ক্রিকেটারদের মেন্টর নাজমুল আবেদীন ফাহিমের মতে, ‘প্রতিপক্ষ খেলোয়াড়দের পারফরম্যান্স বা বিশেষ বৈশিষ্ট্য অথবা খেলার কন্ডিশন, ইত্যাদি নিয়ে আমাদের খেলোয়াড়রা নিজের উদ্যোগে খুব একটা রিসার্চ করে না। আপডেটেড থাকা এবং প্রো-অ্যাকটিভ হওয়ার কোনো বিকল্প নেই। প্রতিদ্বন্দ্বীদের এগিয়ে থাকতে চাইলে চোখ-কান খোলা রাখতেই হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা