প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১৮:৪৭ পিএম
জাতীয় দলে ফিরতে তাড়াহুড়া নেই সাইফউদ্দিনের; প্রবা ছবি
সদ্য সমাপ্ত বিপিএলের শুরুতে মাঠে ছিলেন
না মোহাম্মদ সাইফউদ্দিন। তবে চোট কাটিয়ে যখন বিপিএলে ফেরেন, প্রত্যাবর্তনটা ছিল চোখ
ধাঁধানো। ধারাবাহিকতা ধরে রেখে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে বড় অবদান রাখেন এই পেস
অলরাউন্ডার। বিশেষ করে বল হাতে নিজেকে আবারও প্রমাণ করেছেন তিনি। তবুও ঘরের মাঠে শ্রীলঙ্কার
বিপক্ষে সিরিজে জাতীয় দলে জায়গা হয়নি তার। দলে ডাক না পেলেও অবশ্য তাড়াহুড়া নেই, যেখানে
সুযোগ পাবেন সেখানেই নিজের সেরাটা দিতে চান ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
আগামীকাল সোমবার মাঠে গড়াচ্ছে দেশের
লিস্ট ‘এ’ ক্রিকেটের একমাত্র আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল)। যেখানে ডিফেন্ডিং
চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হয়ে মাঠ মাতাবেন সাইফউদ্দিন। এজন্য আজ রবিবার মিরপুর শের-ই
বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন সারেন এই অলরাউন্ডার। অনুশীলনের
পর গণমাধ্যমের মুখোমুখি হন সাইফউদ্দিন নিজেই। সেখানে জাতীয় দলে ফেরার প্রশ্নে সাইফউদ্দিন
বলেন, ‘আমরা যারা অ্যাথলেট পারফরম্যান্সের বিকল্প নেই। টপ লেভেলে পারফর্ম করতেই হবে।
সেই ধারা রাখতে কাজ করছি। প্রতিদিন তো ভালো খেলব না। তবে চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার।’
এদিকে চোট থেকে সেরে উঠলেও ফিটনেস ইস্যুতে
বিপিএলের শুরুতে মাঠে নামার অনুমতি পাননি সাইফউদ্দিন। তবে বিপিএলের পর এখন ঠিকই ডিপিএল
খেলতে নামছেন এই অলরাউন্ডার। অথচ সাইফউদ্দিনকে শ্রীলঙ্কা সিরিজে রাখা হয়নি ফিটনেস ইস্যুতে।
দাবি করা হয়, চোট কাটিয়ে পুরোপুরি ফেরার আগে তাকে নিয়ে ঝুঁকি নয়। সাইফউদ্দিন কি তাহলে
ফিট নন?
এ প্রসঙ্গে তার উত্তর, ‘নো কমেন্টস। আসলে আমি খেলতে চাই। সবাই চান আমি দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলি। হয়ত খুব দ্রুত হয়ে যেত। দল আমার ভালো চেয়েছে আমি মনে করি। অনেক হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলে জাতীয় দলে ফিরলে হয়ত কঠিন হয়ে যেত আমার জন্য। শরিফুল তাসকিনরা ১ সপ্তাহের মতো বিরতি পেয়েছে। আমরা যারা কোয়ালিফায়ার বা ফাইনাল খেলেছি বিরতি পাইনি। সব কিছু চিন্তা করে, আমার ভবিষ্যতের কথা চিন্তা করেই হয়ত এই সিদ্ধান্ত। তারপরও চেষ্টা করব সেরাটা দেওয়ার। ডিপিএল ভালো খেললে সামনে সুযোগ আসবে। সামনে আরও সিরিজ আছে। এজন্য খুব বেশি তাড়াহুড়া করছি না।’
সামনে টি-২০ বিশ্বকাপ, যেখানে সাইফউদ্দিনকে দেখতে চান সমর্থকদের বড় একটি অংশ। লংকানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হেরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও সাইফুদ্দিন ইস্যুতে প্রশ্ন শুনতে হয়েছে। অবশ্য টিম ম্যানেজমেন্ট থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখলে দলে নেওয়া হবে তাকে। সাইফউদ্দিন অবশ্য নিজেকে প্রমাণের জন্য খেলতে নারাজ। তিনি জানান, ‘যখনই মাথায় নিয়ে আসি ভালো খেলে জাতীয় দলে ফিরতে হবে, তখনই সবসময় খারাপ পারফরম্যান্স করি। সব কিছু সাধারণভাবে নিচ্ছি। সাধারণভাবে নিলেই ভালো খেলি। এজন্য নার্ভ রিলিফ রাখি এবং চেষ্টা করি খেলা উপভোগ করতে।’