× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট

৩১ বছরের জুজু কাটানোর অপেক্ষায় কিউইরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১৬:৫৩ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ১৭:৫২ পিএম

৩১ বছরের জুজু কাটানোর অপেক্ষায় কিউইরা

উইল ইয়াং পারেননি। খোলসবন্দি দ্বিতীয় ইনিংসেও। টম লাথাম, কেইন উইলিয়ামসন, ডিরেল মিচেল কিংবা রাচিন রবিন্দ্র- দ্বিতীয়বারে ঠিকই তারা জ্বলেছেন। বিবশ কালো অন্ধকারে হারিয়ে যাওয়া প্রথম ইনিংসের শোধ নিলেন দ্বিতীয় ইনিংসে। এক গন্ডা অর্ধশতক, পরে বল হাতে মুগ্ধতায় স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড। কিউদের ২৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া তুলেছে ৪ উইকেটে ৭৭ রান। জিততে চাই ২০২ রান। আর কিউদের জিততে হলে নিতে হবে ৬ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৩৪ রানে ক্রাইস্টচার্চে তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড।  উইকেটে ছিলেন রাচিন ও লাথাম। দিনের খেলা শুরুর পর দ্রুত উইকেট হারায় কিউইরা। ইনিংসের ৫৬ ওভারের প্রথম বলে কট আউট হয়ে ফেরেন লাথাম। লাথামের বিদায়ে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৫৫.১ ওভারে ৩ উইকেটে ১৫৫ রান। 

তখন পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন ড্যারিল মিচেল। মিচেলের সঙ্গে রাচিন জুটি বেঁধে খেলতে থাকেন। মিচেল ফিরে যান ৫৮ রান করে।  হ্যাজেলউডের বলে কট আউট হন তিনিও। এরপর  সেঞ্চুরি থেকে ১২ দূরে থামেন রাচিন। ১০টি চারে সাজান ইনিংস। শেষদিকে স্কট কুগেলিন ইনিংস টেনে নেন। তিনি ৪৯ বলে ৪৪ রান করেন। সবমিলিয়ে ৪৪ রান করেন স্কট।  তাতে ২৭৮ রানের লিড পায় নিউজিল্যান্ড। জবাবে শুরু থেকেই ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। দলীয় ৩৪ রানের টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বসে তারা। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর ম্যাট হেনরি পেয়েছে আজ তুলেছেন আরও দুটি। বেন সেয়ার্স তুলেছেন দুটি। 

১৯৪৬ থেকে ৬৩ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। যার  ২৮ টেস্ট হয়েছে কিউইদের মাটিতে। নিজেদের মাঠে অজিদের বিপক্ষে সবশেষ জিতেছে ১৯৯৩ সালে। এরপর ৩১ বছরে  অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাটিতে জিতেনি কিউরা। এবার ক্রাইস্টচার্চে সেই জুজু কাটানোর অপেক্ষায়।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ১৬২ ও ৩৭২ (ল্যাথাম ৭৩, রবীন্দ্র ৮২, মিচেল ৫৮, ব্লান্ডেল ৯, ফিলিপস ১৬, কুগেলিন ৪৪, হেনরি ১৬, সাউদি ০, সিয়ার্স ০*; স্টার্ক ১/৯৪, হ্যাজলউড ১/৭০, কামিন্স ৪/৬২, গ্রিন ১/৪৮, লায়ন ৩/৪৯)।

অস্ট্রেলিয়া : ২৫৬ ও ২৪ ওভারে ৭৭/৪ (স্মিথ ৯, খাজা ১১, লাবুশেন ৬, গ্রিন ৫, হেড ১৭*, মার্শ ২৭*; সাউদি ০/১২, হেনরি ২/৩৭, সিয়ার্স ২/২২, ফিলিপস ০/৪)।

(তৃতীয় দিন শেষে)


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা