প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ০২:১৫ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৪ ১৩:৩৪ পিএম
হ্যাটট্রিকম্যান হ্যারি কেইনের গোল উদযাপন
মাঠের লড়াইয়ে ঝলক দেখালেন হ্যারি কেইন। পেলেন দারুণ এক হ্যাটট্রিকের দেখা। তার নৈপুণ্যে বুন্দেসলিগায় গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। এ জয়ে বুন্দেসলিগার শিরোপা জয়ের মিশনে বায়ার লেভারকুসেনের সঙ্গে ব্যবধানও কমিয়েছে বায়ার্ন।
শনিবার রাতে মাইঞ্জকে ৮-১ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন। হ্যাটট্রিকের সঙ্গে সতীর্থের একটি গোলে রেখেছেন অবদান। অ্যাসিস্টও করেছেন ইংলিশ অধিনায়ক। বুন্দেসলিগার একাধিক রেকর্ডে নাম লিখেছেন কেইন।
৩০ বছরের কেইনের হ্যাটট্রিকটি যেটি বায়ার্নের হয়ে চতুর্থ। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম মৌসুমেই চারটি হ্যাটট্রিক করতে পারেননি অন্য কোনো ।
সব মিলিয়ে লিগে ২৫ ম্যাচেই ৩০ গোল করলেন কেইন। বুন্দেসলিগায় প্রথম মৌসুমে এটি সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৯৬৩-৬৪ মৌসুমে হামবুর্গের হয়ে ৩০ ম্যাচে ৩০ গোল করেছিলেন কিংবদন্তি জার্মান স্ট্রাইকার উয়ি সিলার।
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের পর জয়ের ছন্দে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে কোচ এরিক টেন হাগের দল। ইউনাইটেডের হয়ে পেনাল্টি থেকে গোল দুটি করেছেন ব্রুনো ফার্নান্দেজ, আরেকটিতে মার্কাস রাশফোর্ড।
২৪ বছরের জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের গোলে ব্রেন্টফোর্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষে উঠে গেছে কোচ মিকেল আর্তেতার আর্সেনাল।