প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ২২:৩০ পিএম
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। ঢাকার ক্লাব ক্রিকেটের শীর্ষ এই প্রতিযোগিতার ২০২৩-২৪ মৌসুম মাঠে গড়ানোর কথা ছিল ৯ মার্চ থেকে। তবে প্রতিযোগিতাটি দুই দিন পিছিয়ে ১১ মার্চ থেকে মাঠে গড়াবে। সে উপলক্ষে শনিবার বিকালে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের ট্রফি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন ডিপিএলের ট্রফি উন্মোচনে অংশ নেন অংশগ্রহণকারী ১২ ক্লাবের প্রতিনিধিরা।
আগামী সোমবার ডিপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে মাঠে নামবে পারটেক্স স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরেবাংলায় ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। একই সময়ে বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
ইতোমধ্যে ডিপিএলের তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি। প্রতি রাউন্ডের এক দিনে ৩টি করে দুই দিনে ম্যাচ আয়োজিত হবে ৬টি। প্রথম ৩ রাউন্ডে ম্যাচ সব মিলিয়ে ১৮টি। প্রতিটি দল খেলবে একটি করে ম্যাচ। প্রতি রাউন্ডের খেলা শেষে এক দিন করে বিশ্রামের দিন রাখা হয়েছে। তৃতীয় রাউন্ডের খেলা শেষ হবে আগামী ১৮ মার্চ। পরের দিন ১৯ মার্চ বিশ্রাম। এবার টুর্নামেন্টে থাকছেন না কোনো বিদেশি ক্রিকেটার।
এবারের আসরে খেলা ১২টি দল হচ্ছে- আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, সিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, পারটেক্স স্পোর্টিং ক্লাব।