× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের রসদ পেয়েছে লঙ্কানরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ২২:২৪ পিএম

বিশ্বকাপের রসদ পেয়েছে লঙ্কানরা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন এখন তর্ক, বিতর্ক, উত্তেজনা আর উৎকণ্ঠা। গত ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করে পুরো দুনিয়াতেই যেন কাঁপুনি ধরিয়ে দেন সাকিব আল হাসান। পরে সেই ঘটনা নিয়ে ক্রিকেট বিশ্বে তর্ক, বিতর্ক, নানা কিছু হয়ে গেছে। সময়ের পরিক্রমায় সে বিতর্ক এখন অতীতই বলা চলে। তবু এখনও সেই টাইমড আউটের ঘটনাটা যেন ভুলতে পারছে না গোটা শ্রীলঙ্কা দল।

শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে লঙ্কানদের কাছে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর মাঠের মধ্যেই ‘টাইমড আউট’-এর ভঙ্গিতে উল্লাসে মাতেন লঙ্কানরা। এরপর সিরিজ জয়ের ট্রফি নিয়ে উদযাপনের সময়ও এমন অঙ্গভঙ্গি করেন লঙ্কান ক্রিকেটাররা। 


তবে এমন উদযাপন বাংলাদেশের সঙ্গে দ্বৈরথের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সিরিজজয়ী লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেন্ডিস জানান, ‘কেউ একজন সেই (টাইমড আউট) উদযাপন করছিল। তবে কেন করছিল তা জানি না। আমরা আমাদের নিজেদের বিষয়ে উদযাপন করতে পারি।’


সিরিজে এই প্রথমবারের মতো খেলেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিশ্বকাপের আগে এই সিরিজ জয়কে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন ‍লঙ্কান অধিনায়ক। ম্যাচ শেষে বলেন, আমি ড্রেসিংরুম থেকে প্রথম দুটি ম্যাচ দেখেছি, তিনটি ম্যাচেই আমরা খুব ভালো খেলেছি। দিনের খেলায় আমাদের দক্ষতার ওপর আস্থা রাখি। সিরিজে এটা তার (নুয়ান থুশারা) প্রথম খেলা এবং সে সত্যিই ভালো বোলিং করেছে। আমাদের বোলিং আক্রমণ তাদের জন্য খুব ভালো ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি আমাদের শেষ সিরিজ এবং আমরা এটি থেকে অনেক আত্মবিশ্বাস নিতে পারি।


ইনিংসের চতুর্থ ওভারে আউট হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন তাওহিদ হৃদয়। এমন ঘটনা স্বাভাবিক হিসেবে দেখছেন শ্রীলঙ্কান সহকারী কোচ নাভিদ নওয়াজ। তার কথায়, আমি মনে করি এটি একটি উদযাপন ছিল, যা সেই সময়ে ভুল বোঝানো হয়েছিল। এটা খেলার একটা উত্তপ্ত সময়ে হয়েছিল। দুদলেরই উচিত এটি ভুলে যাওয়া। যদিও দ্বিতীয় ম্যাচে সৌম্যর নট আউট বিষয়টি কিন্তু ভোলেনি লঙ্কান শিবির। সিরিজসেরা মেন্ডিস জানান, ‘আমার মনে হয় আম্পায়ার ভুল করেছেন। সবাই ভুল করতে পারে। আমাদের দল এটা নিয়ে খুব একটা ভাবছে না। এটা খেলারই অংশ।’


এদিকে ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক পেয়ে ভীষণভাবে উচ্ছ্বসিত সিরিজে প্রথমবারের মতো সুযোগ পাওয়া লঙ্কান পেসার নুয়ান থুশারা, ‘আমি আমার ছন্দ ফিরে পেয়ে খুবই খুশি। ম্যাচের ওপর প্রভাব রাখতে পেরে আমি সন্তুষ্ট। দলের জয়ে ভূমিকা রাখতে পেরে আমি সন্তুষ্ট।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা