× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের বিপক্ষে এবার তিন দিনেই টেস্ট হারল ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৬:২২ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১৭:৫২ পিএম

ভারতের বিপক্ষে এবার তিন দিনেই টেস্ট হারল ইংল্যান্ড

সিরিজ খোয়া গেছে আগেই। সফরের শেষ টেস্টটিতে সান্ত্বনার জয়ে খোঁজে নেমেছিল বেন স্টোকসের দল। কিন্তু ভারতের বিপক্ষে পঞ্চম তথা শেষ টেস্ট তিন দিনের লজ্জার হার মেনেছে সফরকারীরা। ধর্মশালায় ইনিংস ও ৬৪ রানের জয়ে ভারত সিরিজ জিতে নিল ৪-১ ব্যবধানে। 

ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২১৮ রানের জবাবে ভারত করে ৪৭৭ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৯ রানের ঘাটতি পূরণ করতে গিয়ে ইংলিশরা থেমেছে ১৯৫ রানে। দুর্দান্ত এই জয়ে দুই ইনিংস মিলে মোট ৭ উইকেট ও ৩০ রান করায় ম্যাচ সেরার স্বীকৃতি উঠেছে কুলদীপ যাদবের হাতে। মোট ৭১২ রান করে সিরিজ সেরা হয়েছেন ভারতের যশস্বি জয়সওয়াল।

শনিবার ইংল্যান্ডের হয়ে যা একটু লড়াই করেছেন কেবল জো রুট। তার ১২৮ বলে ৮৪ রানের ইনিংসে আরও বড়া লজ্জা থেকে রেহাই পায় ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। এ ছাড়া টম হার্টলি ২০, অলি পোপ ১৯ এবং সোয়াইব বাশির করেন ১৩ রান। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ১৪ ওভার বল করে নিয়েছেন ৫ উইকেট। এটি তার শততম ম্যাচ ছিল। ১০০তম ম্যাচে পাঁচ উইকেট শিকার করে দারুণ খুশি অশ্বিন। ম্যাচ শেষে বলেছেন, ‘খুব খুশি, আমি কেমন অনুভব করছি তা সত্যিই বোঝাতে পারব না। গত এক সপ্তাহে এমন অনেক কিছু ঘটেছে, শততম টেস্ট নিয়ে অনেক কথা হয়েছে। আমি অভিভূত অনেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, মঙ্গল কামনা করেছেন।’

ম্যাচ শেষে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, ‘ছেলেদের নিয়ে সত্যিই গর্বিত। প্রথম টেস্টে পিছিয়ে যাওয়াটা অবশ্যই হতাশাজনক ছিল। কিন্তু ছেলেরা যেভাবে বাউন্স ব্যাক করেছে সেটা দারুণ লেগেছে। আমি বলব প্রথম ম্যাচে হারলেও আমরা স্বাভাবিক থেকেছি। কারণ বিশ্বাস করি যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার দক্ষতা এবং ক্ষমতা ছিল। এবং আমরা যেভাবে পারফর্ম করেছি, বিশেষ করে যখন সিরিজের বিভিন্ন হিসেবে এ দলটির জন্য এবং তারা যেভাবে সিরিজে খেলেছে তার জন্য আমি সত্যিই গর্বিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা