× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টে কিছুই নেই : পাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৫:৩২ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১৬:৪৮ পিএম

মিরপুরে বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতি পাপন; প্রবা ছবি

মিরপুরে বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতি পাপন; প্রবা ছবি

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টে কিছুই নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। শনিবার (৯ মার্চ) বিসিবির দশম বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সামনে তদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্নে এমন মন্তব্য করেন তিনি। এ সময় পকেট থেকে কয়েক পৃষ্ঠার কাগজও বের করে উপস্থিত সাংবাদিকদের দেখান তিনি। 

গত ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচে মাত্র ২ জয়ে সবার আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ দল। বিশ্বকাপে এমন ভরাডুবির কারণ অনুসন্ধানে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ কমিটি নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিপিএল)। এরপর ক্রিকেটার, কোচিং স্টাফ, সফর করা সব স্টাফদের সঙ্গে কথা বলেছে তদন্ত অনুসদ্ধান্ত কমিটি।


তবে এই রিপোর্ট প্রকাশ করেনি বিসিবি এবং এমনকি নবম বোর্ড মিটিংয়ে এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি। বিসিবি প্রেসিডেন্ট নিজেই এই রিপোর্ট সংরক্ষণ করেন। এতে বিসিবির কয়েকজন পরিচালক নাখোশ হন। খালেদ মাহমুদ সুজন তো রিপোর্ট জনসমক্ষে  আনার দাবি করেন। এমন সমালোচনার পর আজ বোর্ড মিটিংয়ে বিসিবি সভাপতি নিজে এই রিপোর্ট পড়ে শোনান। 


বিসিবি সভাপতি বলেন, ‘আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই। আজ আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিছু নেই। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।’


রিপোর্টে কিছু না থাকলেও তদন্ত কমিটির প্রস্তাবনা অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে বলে জানান পাপন, ‘অলরেডি কাজ হচ্ছে। আপনাদের তো বোঝার কথা। অনেক পরিবর্তন দেখার কথা এতদিন। আজ আমি বলেছি সবাইকে রিপোর্টটা দিয়ে দিতে। আর যে দুজনের নাম এসেছিল, আজ আমি তাদের পড়ে শুনিয়েছি প্রতিটি লাইন। যেসব নিয়ে আলাপ হচ্ছে সেসব কথা আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানে উল্লেখ নেই।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা