× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অঘোষিত ফাইনালে’ ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক, সিলেট থেকে

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৪:৩৫ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১৭:৩৮ পিএম

অপরিবর্তিত দল নিয়ে লড়াইয়ে নামছেন শান্ত   ছবি : সংগৃহীত

অপরিবর্তিত দল নিয়ে লড়াইয়ে নামছেন শান্ত ছবি : সংগৃহীত

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান-ভারতের মতো না হলেও বর্তমানে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও দারুণ উপভোগ্য। ২০১৭ সালে নিদাহাস ট্রফি থেকেই লঙ্কানদের বিপক্ষে টাইগারদের নতুন ‘দ্বৈরথ’। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বেলা ৩টায় দুদলের ট্রফি নির্ধারণী ম্যাচ। তিন ম্যাচের সিরিজে শেষ ম্যাচেও টসে জিতেছেন নাজমুল হোসেন শান্ত। সফরকারী লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

অঘোষিত ফাইনাল বনে যাওয়া ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ। তবে লঙ্কানরা বদল এনেছে তৃতীয় টি-টোয়েন্টিতে। সিলেটে এদিন তিনটি পরিবর্তন নিয়ে নামছে সফরকারীরা। নিয়মিত অধিনায়ক ভানিদু হাসারাঙ্গা ফিরছেন নিষেধাজ্ঞা কাটিয়ে। তাকে জায়গা দিতে একাদশ থেকে ছিটকে গেছেন দিলশান মাধুশঙ্কা। চোটের কারণে বাদ পড়া পেসার মাথিশা পাথিরানার জায়গায় খেলবেন নুয়ান থিসারা। শেষ দুটি ম্যাচে ব্যাট হাতে ধুঁকতে থাকা আভিস্কা ফার্নান্দোর জায়গায় একাদশে ফিরেছেন ধনঞ্জয়া ডি সিলভা।

সিলেটের মাঠটি সব সময় ব্যাটিংবান্ধব। মাঠটিতে  ২০১৮-২০২৩ এ সময়ের মধ্যে খেলা পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয় ও তিনটিতে হেরেছে বাংলাদেশ। সর্বোচ্চ সংগ্রহ শ্রীলঙ্কার। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে ২১০ রান করেছিল লঙ্কানরা। সিরিজের প্রথম ম্যাচেও দুশ রানের গণ্ডি পেরিয়েছে দলটি। এই মাঠে খেলা ৫০ ম্যাচের মধ্যে ২৯টিতেই আগে ব্যাটিং করা দল জিতেছে। সেই হিসেবে টস বড় একটি ভূমিকা রাখতে পারে এই ম্যাচে। শিশির একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। প্রথম দ্বিতীয় ম্যাচের পর তৃতীয়টিতেও ব্যাটিং উইকেটেরই প্রত্যাশা করছে দুদল। 

আগের দুটি ম্যাচ কৃত্রিম আলোতে গড়ালেও আজকের ম্যাচটি শুরু হবে দিনের আলোতে। সংবাদ সম্মেলনে আসা লঙ্কানদের ব্যাটিং কোচ থিলানা মনে করেন আগের ম্যাচগুলোতে শিশির প্রভাব ফেললেও শেষ ম্যাচে দুই দলের জন্যই সমান সুবিধা, ‘রাতের খেলায় শিশির সমস্যা করে। শিশিরের কারণে উইকেট পরিবর্তন হয়ে যায়। তবে আমার মনে হয় দিনের খেলায় উভয় পক্ষের জন্যই সমান সুবিধা থাকবে।’

আজ জয় এলেই টাইগারদের ইতিহাস। ২০২২ সাল থেকে চলা ঘরের মাটিতে অপ্রতিরোধ্য যাত্রাও অব্যাহত থাকবে। সঙ্গে পাঁচবারের চেষ্টায় প্রথমবার লঙ্কানদের সিরিজ হারাবে বাংলাদেশ। শান্তদের কোচ হাথুরুসিংহে দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী,  ‘আমরা এমন কিছুর সামনে দাঁড়িয়ে যা আগে করতে পারিনি। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। হাসারাঙ্গাও খেলবে কাল (আজ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন লঙ্কান অধিনায়ক)। আমরা সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে। নিজেদের শতভাগ দিয়ে ম্যাচ জিততে চাই।’

বাংলাদেশ দলের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দলের একাদশ
ভানিদু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধানাঞ্জয়া, নুয়ান থিসারা ও বিনুরা ফার্নান্দো।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা