× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অঘোষিত ফাইনালে’ একাদশে থাকতে পারেন যারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১১:৩০ এএম

সিলেটে আজ বিকাল তিনটায় ট্রফি নির্ধারণের লড়াই— ছবি: বিসিবি

সিলেটে আজ বিকাল তিনটায় ট্রফি নির্ধারণের লড়াই— ছবি: বিসিবি

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান-ভারতের মতো না হলেও বর্তমানে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও দারুণ উপভোগ্য। ২০১৭ সালে নিদাহাস ট্রফি থেকেই লঙ্কানদের বিপক্ষে টাইগারদের নতুন ‘দ্বৈরথ’ । সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকাল তিনটায়   দুদলের ট্রফি নির্ধারণী ম্যাচ। তিন ম্যাচের সিরিজে শেষটির আগে ১-১ সমতায় সিরিজ।

অঘোষিত ফাইনাল বনে যাওয়া ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ। তবে লঙ্কানরা বদল আনতে পারে তৃতীয় টি-টোয়েন্টিতে। আগের ম্যাচের মতো এদিনও একটি পরিবর্তন আসতে যাচ্ছে দলে৷ নিয়মিত অধিনায়ক ভানিদু হাসারাঙ্গা ফিরছেন নিষেধাজ্ঞা কাটিয়ে। চোটের কারণে ছিটকে পড়েছেন পেসার মাথিশা পাথিরানা। সেক্ষেত্রে দুটি পরিবর্তনও আনতে পারে লঙ্কান বোর্ড।

সিলেটের মাঠটি সবসময় ব্যাটিংবান্ধব। মাঠটিতে  ২০১৮-২০২৩ এই সময়ের মধ্যে খেলা পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয় ও তিনটিতে হেরেছে বাংলাদেশ। সর্বোচ্চ সংগ্রহ শ্রীলঙ্কার। ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে ২১০ রান করেছিল লঙ্কানরা। সিরিজের প্রথম ম্যাচেও দুশ রানের গণ্ডি পেরিয়েছে দলটি। এই মাঠে খেলা ৫০ ম্যাচের মধ্যে ২৯টিতেই আগে ব্যাটিং করা দল জিতেছে। সেই হিসেবে টস বড় একটি ভূমিকা রাখতে পারে এই ম্যাচে। শিশির একটি বড় ফ্যাক্টর হয়ে দাড়াতে পারে। প্রথম দ্বিতীয় ম্যাচের পর তৃতীয়টিতেও ব্যাটিং উইকেটরই প্রত্যাশা করছে দুদল। 

আগের দুটি ম্যাচ কৃত্রিম আলোতে গড়ালেও আজকের ম্যাচটি শুরু হবে দিনের আলোতে। সংবাদ সম্মেলনে আসা লঙ্কানদের ব্যাটিং কোচ থিলানা মনে করেন আগের ম্যাচগুলোতে শিশির প্রভাব ফেললেও শেষ ম্যাচে দুই দলের জন্যই সমান সুবিধা, ‘রাতের খেলায় শিশির সমস্যা করে। শিশিরের কারণে উইকেট পরিবর্তন হয়ে যায়। তবে আমার মনে হয় দিনের খেলায় উভয় পক্ষের জন্যই সমান সুবিধা থাকবে।’

আজ জয় এলেই টাইগারদের ইতিহাস। ২০২২ সাল থেকে চলা ঘরের মাটিতে অপ্রতিরোধ্য যাত্রাও অব্যাহত থাকবে। সঙ্গে পাঁচবারের চেষ্টায় প্রথমবার লঙ্কানদের সিরিজ হারাবে বাংলাদেশ। শান্তদের কোচ হাথুরুসিংহে দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী,  ‘আমরা এমন কিছুর সামনে দাঁড়িয়ে যা আগে করতে পারিনি। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। হাসারাঙ্গাও খেলবে কাল (আজ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন লঙ্কান অধিনায়ক)। আমরা সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে। নিজেদের শতভাগ দিয়ে ম্যাচ জিততে চাই।’

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দলের সম্ভাব্য একাদশ
ভানিদু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা,  অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধানাঞ্জয়া/নিরোশান ডিকভেলা ও বিনুরা ফার্নান্দো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা