× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের কোচিংয়ে ওয়াটসন!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ০১:০৯ এএম

শেন ওয়াটসন

শেন ওয়াটসন

কোচ হিসেবে মেজর লিগ সকারে পা রেখেছিলেন আগেই। তার কোচিংয়ের জাদুর কাঠির স্পর্শ পেয়েছে আইপিএলও। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। পিএসএলে কাজ করছেন শেন ওয়াটসন কোচ হয়ে।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ওয়াটসনের কোচিংয়ে খেলছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সেই সুবাদে পাকিস্তানের অনেক ক্রিকেটারই এখন তার শিষ্য।

ওয়াটসনের কোচিং স্টাইলটা ধরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তাদের মনে। তারাও নতুন কোচ খুঁজে ফিরছেন। ওয়াটসনেরও জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা। তাতেই নাকি দুইয়ে দুইয়ে চার মেলাতে চাচ্ছে দেশটি। পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক এ সুপারস্টার।

এমন খবরই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। সামা টিভি জানিয়েছে, ওয়াটসনকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়ার কথা ভাবছে পাকিস্তান বোর্ড। যদিও এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। পুরো ব্যাপারটি রয়েছে আলোচনার টেবিলে।

মূল সিদ্ধান্তটা নেবেন পিসিবি প্রধান মহসিন রাজা নাকভি। শোনা যাচ্ছে, খুবই পাকিস্তানের কোচের পদে আসীন হচ্ছেন ওয়াটসন। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে পাকিস্তান টিমে কাজ শুরু করবেন এ ক্রিকেট লিজেন্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা