× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর দুঃস্বপ্ন, মেসির অস্বস্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ২২:১৭ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ০০:০৫ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি

লিওনেল মেসি তো তবু ড্র করে মাঠ ছেড়েছে। কিন্তু তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর ভাগ্যে সেটাও জোটেনি। পর্তুগিজ মহাতারকা নিজে মিস করেছেন একাধিক সুযোগ। সঙ্গে তার সতীর্থরাও বঞ্চিত হয়েছেন গোল থেকে।

আর আল নাসরের রক্ষণভাগের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই বাজে। এ কারণেই আল রায়েদের কাছে ৩-১ গোলের বড় হারের তেতো স্বাদ হজম করেছে রোনালদোর আল নাসর।

বৃহস্পতিবার রাতের এই দুঃস্বপ্নের হারে সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়েও অনেকটা পিছিয়ে পড়ল সিআর সেভেনের দল। দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের (৫৩) চেয়ে শীর্ষে থাকা নেইমার জুনিয়রের আল হিলাল (৬৩) চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে গেল পরিষ্কার ১০ পয়েন্টে।

নিজেদের মাঠ আল আওয়াল পার্কে ম্যাচের ১৮ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে আল নাসর। করিম এল বেরকাউই দারুণ এক গোলে এগিয়ে দেন আল রায়েদকে। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি আল নাসর। ছয় মিনিট বাদেই স্বাগতিকদের হয়ে স্কোর লেভেল করেন আইমান ইয়াহইয়া।

পরে মোহামেদ ফোজাইর ও আমির সাউদের গোলে জয় ছিনিয়ে নেয় রায়েদ। নিজেদের ভুলে ভরা ম্যাচে আর ঘুরে দাঁড়াতে না পেরে অসহায়ভাবে আত্মসমর্পণ করে আল নাসর। মাঠের লড়াইয়ে রোনালদো থাকলেও তাতে কোনো লাভ হয়নি।

অন্যদিকে দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম লেগে ন্যাশভিলের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে ইন্টার মিয়ামি। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে নাশভিলের মুখোমুখি হয়েছিল মিয়ামি। শুরুতেই একটি গোল হজম, বিরতির পর আরেকটি। এমন অবস্থায় পড়েও ঠিকই ঘিরে দাঁড়ায়। ড্রয়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা