× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপা নির্ধারণী মঞ্চে ফিরছেন হাসারাঙ্গা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ১৭:১২ পিএম

শাস্তি শেষ হাসারাঙ্গার, ফিরছেন তৃতীয় টি-টোয়েন্টিতে— পুরোনো ছবি

শাস্তি শেষ হাসারাঙ্গার, ফিরছেন তৃতীয় টি-টোয়েন্টিতে— পুরোনো ছবি

চোটের কারণে খেলতে পারেননি এশিয়া কাপ ও বিশ্বকাপ। ভানিদু হাসারাঙ্গা ৬ মাস ছিলেন মাঠের বাইরে। লম্বা সময় পর বাইশ গজে ফিরেই করেন বাজিমাত। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক এরপর পড়েন আইসিসির নিষেধাজ্ঞায়। ২৪ মাসের মধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পাওয়া হাসারাঙ্গার শাস্তি শেষ৷ 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ও ফাইনাল বনা ম্যাচে দলে থাকছেন হাসারাঙ্গা৷ নেতৃত্বেও ফিরছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই ভয়ংকর তারকারকে সমীহ করছে টাইগাররা। তবে লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিততে মরিয়া টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সংবাদ সম্মেলনে টাইগার কোচ বলেন, ‘আমরা এমন কিছুর সামনে দাঁড়িয়ে যা আগে করতে পারিনি। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। হাসারাঙ্গাও খেলবে কাল। আমরা সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে। নিজেদের শতভাগ দিয়ে ম্যাচ জিততে চাই। দিনের বেলা খেলা, তাই কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা গেমপ্ল্যান বাস্তবায়ন করতে পারলে সিরিজ জিততে পারব। তবে শ্রীলঙ্কা অনেক ভালো দল।’

হাসারাঙ্গা ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। এই সংস্করণে ৬৪ ম্যাচে ১০২ উইকেট নেওয়া এই ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই ভয়ংকর। আগামীকাল বিকাল তিনটায় শুরু হওয়া শিরোপা ফয়সালার ম্যাচে টাইগারদের কঠিন পরীক্ষাও নিতে পারেন লঙ্কান অধিনায়ক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা