× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতুরুর চোখে জাকের ‘শান্ত’, মাহমুদউল্লাহ ‘ম্যাচিউরড’

প্রবা প্রতিবেদক, সিলেট থেকে

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ১৬:২৮ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৪ ১৬:৫১ পিএম

মাহমুদউল্লাহ ও জাকেরের প্রশংসা করেছেন প্রধান কোচ— পুরোনো ছবি

মাহমুদউল্লাহ ও জাকেরের প্রশংসা করেছেন প্রধান কোচ— পুরোনো ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে থাকার কথাই ছিল না জাকের আলী অনিকের। নিজেকে আরও একবার প্রমাণ করে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ একজন, অন্যজন তরুণ— দুজনকেই মনে ধরেছে চন্ডিকা হাথুরুসিংহের। তার কাছে একজনকে মনে হচ্ছে শান্ত, অন্যজন ম্যাচিউরড।

শুক্রবার (৮ মার্চ ) শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ও ফাইনালে রূপ নেওয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দুজনকে প্রশংসায় ভাসিয়েছেন হাতুরু। মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা দলের জন্য কতটা প্রভাব ফেলেছে? এমন প্রশ্নে হাতুরু শোনান মুগ্ধতার কথা, ‘সে দলের অভিজ্ঞতা বাড়িয়ে তোলে। বিপিএলে খেলে দেখিয়েছে সে এখন কতটা ম্যাচিউরড। সে স্বাধীনতা নিয়ে খেলছে। বিশ্বকাপে যখন তাকে দেখলাম, সে খেলা নিয়ে অনেক সতর্ক। সে সুন্দর খেলছে।’

জাকের আলী অনিককে বিপিএলের আগে না দেখলেও যে কয়েক ম্যাচে দেখেছেন, তাতে টাইগারদের প্রধান কোচ খুশি। ফিনিশিংয়ে প্রথম ম্যাচে জাকের আলী যা খেলেছেন হাথুরুর চোখে, ‘দারুণ’। তাকে আসলে আমার আগে খুব একটা দেখা হয়নি। এই বিপিএলেই প্রথম দেখলাম। সে অনেক শান্ত। বিপিএলেও অনেক শান্ত থেকে ব্যাট করেছে। ৫-৬-৭ নম্বরে যে ব্যাট করে তার মধ্যে এই গুণ থাকা উচিত। এই পজিশনে হাতে সময় কম থাকে, সে যা করেছে দেখে অনেক ভালো লেগেছে। পুরো দলকে সে আত্মবিশ্বাস এনে দিয়েছে।’ 

মাহমুদউল্লাহ রিয়াদের ঝোড়ো পঞ্চাশের পর জাকেরের ক্যামিওতে চড়ে দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ৷ সিরিজের প্রথম ম্যাচে ৩ রানের আক্ষেপ নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। এখন লক্ষ্য সিরিজ জয়। আগামীকাল শনিবার বিকাল ৩টায় লঙ্কানদের বিপক্ষে সিলেটে নামবে শান্তরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা