× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হঠাৎ দায়িত্ব ছাড়লেন মাসাকাদজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ১৩:৫৯ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৪ ১৪:৩০ পিএম

হঠাৎ দায়িত্ব ছাড়লেন মাসাকাদজা

সোনালি ক্যারিয়ার শেষে দেশের ক্রিকেটের উন্নতিতে মনোযোগ দিয়েছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। ক্যারিয়ারের মতো তার এ যাত্রা দীর্ঘস্থায়ী হয়নি। জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠতে না পারায় ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব ছাড়লেন আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দেশটির ক্রিকেট জানিয়েছে, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন মাসাকাদজা।

পদত্যাগপত্রে মাসাকাদজা লিখেছেন, ‘দায়িত্বের সাফল্য এবং ব্যর্থতা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছি। আমার দায়িত্বকালে অনেক উন্নতি আছে। তবে উগান্ডার কাছে অপ্রত্যাশিত হারের পর একমাত্র পূর্ণ সদস্য হিসেবে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারছি না। আমার ক্যারিয়ারে এটি সবচেয়ে বাজে মুহূর্ত।’

তিনি বলেন, ‘সিদ্ধান্তটা বেশ কঠিন। জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পথে আমি ভিন্ন কোনো উপায়ে কাজ করতেও আগ্রহী।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে প্রথমে নামিবিয়া, পরে উগান্ডার কাছে হারে জিম্বাবুয়ে। তাতেই  বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে পড়ে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা