× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০০তম টেস্ট

মাইলফলকের দিনে মাকে জড়িয়ে কাঁদলেন বেয়ারেস্টো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১৯:৫০ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১৯:৫২ পিএম

মাইলফলকের দিনে মাকে জড়িয়ে কাঁদলেন বেয়ারেস্টো

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ টেস্ট খেলা ক্রিকেটারের সংখ্যা ৭৮-এ দাঁড়াল। আগামীকাল শুক্রবার সেটা হবে ৮০। ধর্মশালায় ভারত-ইংল্যান্ড মধ্যকার সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন রবিচন্দ্রন অশ্বিন ও জনি বেয়ারেস্টো। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টে এই কীর্তির সাক্ষী হবেন কেন উইলিয়ামসন ও টিম সাউদি।

ধর্মশালায় মাইলফলক ছোঁয়া ম্যাচে নেমেই আবেগপ্রবণ হয়ে পড়েন বেয়ারস্টো। সতীর্থ জো রুটের কাছ থেকে ১০০তম টেস্টের ক্যাপ পাওয়ার পর মা জ্যানেটকে জড়িয়ে ধরে কাঁদেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার। এ সময় বোন রেবেকা, প্রেমিকা মেগান ও পুত্রসন্তান এডওয়ার্ড বেয়ারস্টোর সঙ্গেই ছিলেন।

বিশেষ দিনে বেয়ারস্টোকে অভিনন্দন জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বেয়ারস্টোর বেশ কয়েকটি ছবি কোলাজ করে ইসিবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। লিখেছে ‘তার শক্তি। তার বিপত্তি। তার উদ্‌যাপন। তার দৃঢ়তা। তোমরা তাকে থামাতে পারবে না। জোনাথন মার্ক বেয়ারস্টো ১০০ টেস্টের ক্লাবে ঢুকে পড়েছে।’   

অশ্বিনকে স্মারক হিসেবে ‘১০০’ লেখা একটি টুপি উপহার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশেষ স্মারক উপহার দেওয়া পর ভারতের কোচ রাহুল দ্রাবিড় তার উদ্দেশে বলেন, ‘গ্রেট শব্দটা মানুষ খুব সহজেই ব্যবহার করে। কিন্তু গ্রেট হতে গেলে দীর্ঘদিন ধরে ধারাবাহিকতা ধরে রাখতে হয়। এটা অনেক পরিশ্রম, অনুশীলন, ত্যাগ, নিবেদন, সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলা, প্রতিনিয়ত শেখা এবং দলকে নিজের সেরাটা দেওয়ার মাধ্যমে সম্ভব হয়। তুমি সবকিছুই বিশ্বস্ততার সঙ্গে করেছ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা