× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট জনসমক্ষে চান সুজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ০২:২৩ এএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১১:০১ এএম

বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট জনসমক্ষে চান সুজন

কোচ চন্ডিকা হাথুরুসিংহে, নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট থেকে বিসিবি কর্তাব্যক্তি— সবার কাছে জানতে চাওয়া হয়েছে ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির কারণ কী? অধিনায়ক ও কোচ দুজনেই বোর্ডে রিপোর্ট জমাও দিয়েছেন। বাকিদের সঙ্গেও কথা বলেছে বিসিবি। সাকিবদের ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবি ‘মূল্যায়ন কমিটি’ নামে তিন সদস্যের বিশেষ কমিটি করে। আপসহীনতার কথা বললেও এখনও রিপোর্ট প্রকাশ করেনি এনায়েত হোসেন সিরাজের কমিটি। 

বিশ্বকাপ শেষে আরেকটি বিশ্বকাপ চলে আসার সময় চলে এলেও কেন রিপোর্ট আসেনি, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপ দলের সঙ্গে থাকা দুজন বোর্ড পরিচালকের বিপক্ষে হস্তক্ষেপের অভিযোগও এনেছেন ক্রিকেটাররা। খবর এসেছে দুজনের একজন খালেদ মাহমুদ সুজন। তথ্যটিকে উড়ো খবর জানিয়ে বিসিবির পরিচালক জানিয়েছেন, রিপোর্টে যাই হোক, বিসিবি জনসম্মুখে আনুক।

গতকাল বুধবার মিরপুরে আবাহনী লিমিটেডের অনুশীলনের পর সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় রিপোর্টে যেটাই এসেছে জনসমক্ষে প্রকাশ করা উচিত। প্রকাশ করলে ভালো। যদি আমাদের কোনো সমস্যা থাকে, তা সমাধান হবে। যদি বোর্ড মনে করে প্রকাশ করা যাবে না, আমরা নিজেরাই সমাধান করব বোর্ড থেকে।সেটাই হতে পারে। এটা বিসিবির ব্যাপার, প্রেসিডেন্ট স্যারের ব্যাপার। কারও কারণে ম্যাচ হেরে যায়, এটা আমি বিশ্বাস করি না। ক্রিকেট টিম গেম। একজনের জন্য কিছু হয়, তা বিশ্বাস করি না। পরিকল্পনায় ভুল থাকতে পারে। এটা ভিন্ন ইস্যু।’

বিশ্বকাপের সময় তামিম ইকবালকে নিয়ে তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিস্থিতি। অবসর ভেঙে ক্রিকেটে ফেরা তামিম বিভিন্ন ঘটনার পর বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেন। তবে তামিমকে বাদ দেওয়ার পেছনে নাকি কোচ হাথুরুসিংহের ভূমিকা ছিল।

সুজন জানিয়েছেন তদন্ত রিপোর্টের এই বিষয়টি জানা নেই তার, ‘তদন্ত প্রতিবেদন তো বিসিবি প্রকাশ করেনি। কোত্থেকে গণমাধ্যমে খবর এসেছে? বিসিবি নিশ্চয়ই দেবে (প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ)। আমি জানি না তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না। যারা তদন্ত করেছেন তারা তো প্রেসিডেন্ট স্যারকে রিপোর্ট দিয়েছেন। উনি যদি মনে করেন প্রকাশ করা উচিত, তারপর বোঝা যাবে কী সত্যি কী মিথ্যা।’

১১ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। গতকাল কোচ হিসেবে আবাহনীর অনুশীলন করিয়েছেন সুজন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে পারটেক্সের বিপক্ষে খেলবে তার দল। তার আগে সুজন প্রশংসা করেছেন জাকের আলী অনিকের ব্যাটিংয়ের, ‘জাকেরের পারফরম্যান্স (প্রথম টি-টোয়েন্টিতে) পুরো দলকে প্রেরণা দেবে। টি-টোয়েন্টিতে এরকমই হয়, ৫-১০ রানের ব্যবধানে ম্যাচের ফলাফল আসে। তাই বাড়তি রানগুলো বড় প্রভাব রাখে। আমরা অতিরিক্ত রান আরও কম দিতে পারি। সেদিন অতিরিক্ত ১৯ রান দিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা