প্রবা প্রতিবেদক, সিলেট থেকে
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১৮:৩৭ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১৯:০৮ পিএম
জাকের আলী অনিক শো দেখতেই এসেছেন বেশিরভাগ তরুণ : প্রবা ফটো
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে একা দাঁড়িয়েছিলেন একজন পতাকা বিক্রেতা। কথা বলতে যাওয়ার আগেই মুখ বাঁকিয়ে বললেন, ‘নাই, দর্শক নাই। বেচা-বিক্রিও নাই।’ টিকিট কাউন্টারেও দেখা গেল না তেমন ভিড়। সন্ধ্যা ছয়টার আগে গ্যালারির বেশিরভাগ জায়গাই ছিল ফাঁকা। তবে বেশিরভাগ সমর্থকের মত, বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচে সময় বাড়তেই সম্ভাবনা রয়েছে দর্শকের সংখ্যা বাড়ার।
লাক্কাতুরার চা-বাগানঘেরা মাঠে খেলা মানে দর্শকের উপচে পড়া ভিড়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও সন্ধ্যা অবধি একই অবস্থা। অনেকের মতে, প্রচারের কারণেই দর্শক ঘাটতি। কারও মতে সাকিব-তামিমদের মতো তারকা না থাকার কারণেই স্টেডিয়ামবিমুখিতা। অনিক নামের এক সমর্থক জানিয়েছেন, জাকের আলীর ছক্কা হাঁকানো দেখতেই তিনি এসেছেন। বেশ কয়েকজনের মুখেও ঘুরছিল জাকের বন্দনা।
শেরপুর থেকে সিলেটে ছুটে এসেছেন ওয়াজউদ্দিন আহমেদ তোতা। পেশায় শিক্ষক এই সমর্থকের প্রিয় ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তার খেলা দেখতেই এত দূর আসা। তার চাওয়া মাহমুদউল্লাহ ভালো করুক এবং বাংলাদেশ জিতুক, ‘রিয়াদ ভাই অভিজ্ঞ খেলোয়াড়। তাকে দলে না রাখা নির্বাচকদের ভালো সিদ্ধান্ত না। পুরান চাল ভাতে বাড়ে। রিয়াদ সেটি করে দেখিয়েছেন। আজও তিনি ভালো খেলবেন। ম্যাচের সেরা খেলোয়াড়ও হবেন আমার বিশ্বাস।’
সাকিব-তামিম না থাকায় অনেকে আফসোস করেছেন। সিলেটের আম্বরখানা থেকে আসা সজীব হাওলাদারের মতে, দর্শকখরার পেছনে তারকা ঘাটতি। সাকিবের এই ভক্ত আক্ষেপ রেখে বললেন, ‘কয়েক দিন পরেই বিশ্বকাপ। সাকিব শুরুতে না পারলেও বিপিএলে শেষদিকে ভালো খেলেছিল। কিন্তু এই সিরিজে তিনি নাই। বিশ্বকাপে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে তার থাকা উচিত ছিল। তিনি, তামিম ও মুশফিকুর রহিমের মতো খেলোয়াড় না থাকার কারণেই দর্শক নেই তেমন। তবে আমি এসেছি জাকের আলীর ছক্কা দেখতে।’
স্টেডিয়ামের এক নম্বর গেটের কাউন্টারে খেলা শুরুর আধঘণ্টা আগেও ছিল না তেমন লাইন। টিকিট নিয়ে দেখা যায়নি কড়াকড়ি, নেই কাড়াকাড়িও। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেটে আসা ভার্সিটিপড়ুয়া সাগর আহমেদ ক্ষোভ ঝাড়লেন টিকিটিং নিয়ে, ‘ছোট দামের টিকিট পাইনি। বাধ্য হয়ে তাই এই টিকিট কিনলাম। ব্ল্যাকে টিকিট মেলে অল্প দামিগুলো, কিন্তু কাউন্টারে নেই!’
ম্যাচের বয়স দশ ওভার পেরোলেও গ্যালারির পূর্ব পাশ ফাঁকাই ছিল। প্রথম ম্যাচে বাংলাদেশের লড়াকু মনোভাব আজ দর্শকখরা কাটিয়ে দেবেন বলেই আশা অনেকের। বাংলাদেশ ফেরার ম্যাচ জিতে সিরিজ জমিয়ে তুলবে বলেই আশা দর্শকদের।