সিলেটে এসে বললেন জয়াসুরিয়া
প্রবা প্রতিবেদক, সিলেট থেকে
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ২৩:০৫ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪ ২৩:০৯ পিএম
লঙ্কানদের পরামর্শক হিসেবে এসেছেন জয়াসুরিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কা দলে এসেছে একাধিক পরিবর্তন। পরিবর্তন এসেছে টিম ম্যানেজমেন্টেও। তারই অংশ হিসেবে সনৎ জয়াসুরিয়াকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। বিশ্ব আসরে যাওয়ার আগে ক্রিকেটারদের পারফরম্যান্স সামনে থেকে দেখতে সিলেটে ছুটে এসেছেন লঙ্কান সুপারস্টার।
মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার পারফরম্যান্সের প্রশংসা করেন জয়সুরিয়া। টি-টোয়েন্টি সিরিজ জয়ে শুরু করায় স্বস্তি প্রকাশ করেন এই কিংবদন্তি। প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ ব্যাটিং করা জাকের আলী অনিকের পারফরম্যান্স নিয়েও কথা বলেন।
হোম কন্ডিশনে আগামীকাল বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে বলে মনে করেন জয়াসুরিয়া, 'তারা (বাংলাদেশ) নিজেদের ঘরের মাঠে খেলছে এবং তারা ভালো করতে পারে যেকোনো সময়।'
লঙ্কানদেরও প্রশংসায় ভাসিয়েছেন জয়াসুরিয়া, 'দারুণ একটি ম্যাচ ছিল। তারা সত্যিই ভালো ব্যাটিং করেছে, ভালো খেলেছেও। আমার মনে হয় ব্যাটাররা নিজেদের দায়িত্ব নিয়েছে। বিশেষ করে আসালাঙ্কা দারুণ ব্যাটিং করেছে।'
শানাকা-হাসারাঙাদের দায়িত্ব পেয়ে জয়াসুরিয়া জানান, 'আমি এখন এখানে পরামর্শ হিসেবে এসেছি। আমি ম্যানেজমেন্ট এবং দলকে সাহায্য করতে চাই। তারা (শ্রীলঙ্কা দল) গভীর মনোযোগী এবং তারা ভালো করতে চায়।'