× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্য হান্ড্রেডের ড্রাফটে সাকিব-তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৮:৫৯ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ২০:২১ পিএম

দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছেন সাকিব-তামিম; ফাইল ছবি

দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছেন সাকিব-তামিম; ফাইল ছবি

বিপিএলের দামামা শেষে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। তবে লঙ্কানদের বিপক্ষে চলমান সিরিজে বিশ্রামে আছেন সাকিব আল হাসান। এছাড়া ড্যাশিং ওপেনার তামিম ইকবালও আছেন জাতীয় দলের বাইরে। দেশের দুই সেরা ক্রিকেটারকে দেখা যেতে পারে দ্য হান্ড্রেডের চতুর্থ আসরে।

ইংল্যান্ডের ১০০ বলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ড্রাফটে সাকিব-তামিমসহ ১৫ টাইগার ক্রিকেটার নাম জমা দিয়েছেন। বাকিরা হলেন- লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার এবং রনি তালুকদার। নারীদের মধ্যে একমাত্র টাইগ্রেস পেস অলরাউন্ডার জাহানারা আলম নাম জমা দিয়েছে ড্রাফটে।

আগামী ১৮ই আগস্টে শুরু হবে দ্য হান্ড্রেডের চতুর্থ আসর। টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২০শে মার্চ। যেখানে ২২ দেশের মোট ৮৯০ জন এই টুর্নামেন্টের ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছেন। তবে ড্রাফট থেকে মাত্র ৭৫ জন খেলার সুযোগ পাবে। এর আগে দলগুলো মোট ১৩৭ জন ক্রিকেটারকে রিটেইন করেছে।

ড্রাফটের আগে ছেলেদের টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ দল ১০ জন করে ক্রিকেটার রিটেইন করতে পারবে। নারী টুর্নামেন্টের দলগুলো রিটেইন করতে পারবে ৮ জন করে। এ ছাড়া প্রতিটি দলের স্কোয়াড হতে পারবে ১৬ জনের। টুর্নামেন্টের আগে ওয়াইল্ড কার্ড ড্রাফটের মাধ্যমেও ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা