× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাব কাপ হকি

আবাহনী-মেরিনার্স ফাইনাল আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ১১:৩০ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৪ ১১:৩৫ এএম

আবাহনী-মেরিনার্স ফাইনাল আজ

প্রায় আড়াই বছর টার্ফে গড়িয়েছে ক্লাব কাপ হকি। ১০ দিনের টুর্নামেন্ট শিরোপার লড়াইয়ে আবাহনী লিমিটেডের সামনে মেরিনার্স ইয়াং ক্লাব। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ শনিবার বিকাল ৫টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগের সূচি অনুযায়ী যেটি হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। তবে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাইনালের সময় পরিবর্তনের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফাইনাল ম্যাচটি সরাসরি দেখা যাবে হকি ফেডারেশনের ফেসবুক পেজে। 

সবশেষ আসরেও এ দুই দল ফাইনাল খেলেছিল। সেবার আকাশি-নীলদের ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসবে মেতেছিল মেরিনার্স। এবারও সেটির পুনরাবৃত্তি হবে, নাকি ফাইনাল হারের প্রতিশোধ নেবে আবাহনী। যদিও আবাহনীর কোচ হেদায়েতুল ইসলাম রাজিব ফাইনালকে প্রতিশোধের মঞ্চ হিসেবে দেখছেন না। তিনি বরং চাপকে জয় করে শিরোপা উৎসব করতে চান। গতকাল তিনি বলেছেন, ফাইনালটা ফাইনালের মতোই হবে প্রত্যাশা করছি। দুদলের জন্যই এটি বিগ ম্যাচ। ফাইনালে যারা ভালো খেলবে, চাপকে জয় করতে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে। আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে। আগামীকাল (আজ) আমাদের দল চ্যাম্পিয়নশিপের জন্যই মাঠে নামবে। ক্লাব কাপের গত আসরে আমরা হেরেছি বলে এই ম্যাচটাকে প্রতিশোধের মনে করছি এমন নয়। আমরা আমাদের খেলায় ফোকাস করছি। মেরিনার্স সব সময়ই ভালো দল। তাদের বিরুদ্ধে কীভাবে নিজেদের সেরাটা দেওয়া যায় সেদিকেই আমাদের লক্ষ্য।’

মেরিনার্সের কোচ মামুনুর রশিদের মনোযোগ পরিচ্ছন্ন হকিতে। তার কাছে ফাইনালের দুই দলই সেরা। যেখানে সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলেই শিরোপা জেতার সম্ভাবনা থাকবে বলে জানিয়েছেন তিনি, ‘দুই দলই সেরা। দুই দলই চাইবে ট্রফি জিততে। যারা মাঠে কোচের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে দিনশেষে তারাই চ্যাম্পিয়ন হবে। মেরিনার্স সব সময়ই পরিচ্ছন্ন খেলা খেলে থাকে। ক্লাব কাপের শুরু থেকেই সেটা সবাই দেখছেন। ফাইনালেও আমরা পরিচ্ছন্ন ম্যাচই দর্শকদের উপহার দিতে নামব।’ 

সবশেষ আসরের ফাইনালে মেরিনার্সের ডাগআউটে ছিলেন মামুনুর রশিদ। সেবার চোখের সামনে দেখেছেন দলকে চ্যাম্পিয়ন হতে। এবার তিনি কোচের ভূমিকায়। নিজের শিষ্যদের হাতে ট্রফি দেখতে চান তিনি, ‘ফাইনাল সামনে রেখে কোনো চাপ অনুভব করছি না। তবে ফাইনালে গতবারের প্রতিপক্ষ আবাহনীকে পেলেও এবার তারা বেশ শক্তিশালী। এটা আমি বারবারই বলেছি। আবাহনীতে জাতীয় দলে খেলা প্লেয়ারের সংখ্যা অনেক। তারপরও আমি আমার দলকে খাটো করব না। এবারের ক্লাব কাপের শুরু থেকে ছেলেরা পরিশ্রম করে যাচ্ছে। ফাইনালেও সেটা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। সবুজ, মিলন, কৌশিক ভালো খেলছে। কিন্তু আমি আলাদাভাবে কাউকে তারকা মনে করি না। আমার দলে সবাই তারকা। সবার জন্যই আমার সমান পরিকল্পনা থাকে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা