বেইলি রোড ট্র্যাজেডি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১৬:৪৮ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৮:০১ পিএম
রাজধানীর বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টে লিখেছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।'
এমন একটি মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ম্যাচের আগে বেইলি রোডের ট্র্যাজেডির জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে। টসের পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত হবেন। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন তারা।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিকমাধ্যমে আলাদা পোস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেছেন তারা।
বেইলি রোডে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২২ জন। চিকিৎসাধীনদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।