× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমালোচকদের রাশফোর্ড, একটু মানবিক হোন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১৬:৪১ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৭:১১ পিএম

মার্কাশ রাশফোর্ড। ছবি : এক্স

মার্কাশ রাশফোর্ড। ছবি : এক্স

সবশেষ মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার মার্কাশ রাশফোর্ড। শুরুর ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলের শেষ চারে জায়গা করে নেয় রেড ডেভিলরা। তবে চলমান মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের অধ্যায়টা খুব একটা সুখকর হয়নি তাদের জন্য। গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় এরিক টেন হাগের দল। প্রিমিয়ার লিগেও নেই ভালো অবস্থানে। দলের এই বাজে পরিস্থিতিতে পারফর্ম করতে পারছেন না রাশফোর্ড। আগের মৌসুমের গোলমেশিন এবার যেন গোল করতে ভুলেই গেছেন। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। সেসব নিয়ে মুখে কুলুপ এঁটেই ছিলেন ইংলিশ তারকা। তবে ম্যানইউর প্রতি তার নিবেদন নিয়ে প্রশ্ন উঠায় বেজায় খেপেছেন রাশফোর্ড।

২৬ বছর বয়সি রাশফোর্ড এ মৌসুমে ম্যানইউর হয়ে পাঁচটি গোল করেছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে মাঠে তার মনোভাব নিয়ে বেশি কথা হচ্ছে। রাশফোর্ড বলেছেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি তার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করা লোকেদের ‘আরও মানবিক’ হতে হবে। দ্য প্লেয়ার্স ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘যদি আপনি কখনও ইউনাইটেডের প্রতি আমার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করেন, তখনই আমাকে কথা বলতে হবে। এটা করলে মনে হয় কেউ আমার সম্পূর্ণ পরিচয়কে প্রশ্নবিদ্ধ করছে। আমি এখানে বড় হয়েছি। আমি ছোট থেকেই এই ক্লাবের হয়ে খেলেছি।’ 

রাশফোর্ড রেড ডেভিলসের হয়ে ৩৯১টি ম্যাচ খেলেছেন। যেখানে তার গোলসংখ্যা ১২৮টি। গত মৌসুমে ক্যারিয়ারের সেরা ৩০ গোল করেছিলেন।

২৬ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগে ম্যানইউ ষষ্ঠ স্থানে রয়েছে। অথচ গত মৌসুমের পারফরম্যান্সের পর দলটির প্রতি প্রত্যাশা আরও বেশি ছিল। এসব নিয়ে সমালোচনা হতে পারে বলে মনে করেন রাশফোর্ড। কিন্তু তার প্রতি ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বলে তিনি মনে করেছেন, ‘আমি যেকোনো সমালোচনা নিতে পারি। আমি যেকোনো শিরোনাম নিতে পারি। পডকাস্ট, সোশ্যাল মিডিয়া এবং কাগজপত্রে আমি এটা নিতে পারি। কিন্তু আপনি যদি এই ক্লাবের প্রতি আমার প্রতিশ্রুতি এবং ফুটবলের প্রতি আমার ভালোবাসা এবং আমার পরিবারকে এতে নিয়ে আসার বিষয়ে প্রশ্ন করা শুরু করেন, তবে আমি আপনাকে আরও কিছুটা ‘মানবিক’ থাকতে বলব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা