× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রিন-হ্যাজেলউডের দিনে নির্বিকার নিউজিল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১২:৩৮ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৪:২৪ পিএম

গ্রিন-হ্যাজেলউডের দিনে নির্বিকার নিউজিল্যান্ড

ওয়েলিংটন টেস্টে দারুণ কীর্তি গড়েছেন ক্যামেরুন গ্রিন ও জশ হ্যাজেলউড। শেষ উইকেটে দুজন গড়েছেন ১১৬ রানের জুটি। ইংল্যান্ড ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে যা শেষ জুটিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ। এতে প্রথম দিনে পিছিয়ে থাকা ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছেন সফরকারীরা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৩৮৩ রান। জবাবে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৭৯ রানেই। ফলো-অন করানোর সুযোগ থাকলেও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। তাতে খুব একটা সুবিধা হয়নি। ১৩ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে অজিরা।

গতকাল অর্থাৎ প্রথম দিনে হ্যাজেলউড যখন ব্যাটিংয়ে নামেন, তা দিনের শেষ ওভার। গ্রিন ছিলেন শতক থেকে ৯ রান দূরে।  শেষ ওভারে ৩ বাউন্ডারিতে শতক স্পর্শ করেন। দ্বিতীয় দিনে নেমেই নতুন প্রাণে উজ্জীবিত হয়ে বড় লক্ষ্যে ছুটতে থাকেন দুজন। গড়েন ১১৬ রানের জুটি। হ্যাজেলউডের বিদায়ে দুজনের পথচলা আর বড় হয়নি। জুটিতে ১২৬ বলে ৮৩, হ্যাজেলউডের ৬২ বলে ২২। শেষ অবধি অস্ট্রেলিয়া থামে ৩৮৩ রানে।

লক্ষ্য তাড়ায় প্রথম ইনিংসে ১৭৯ রানে থেমে যায় নিউজিল্যান্ড। মূলত নাথান লায়নের ঘূর্ণির কাছে বশ মানে কিউইরা। ৮.১ ওভারে ৪৩ রান খরচায় একাই ৪ উইকেট তোলেন অজি স্পিনার। নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক গ্লেন ফিলিপস। ৭০ বলে ৭১ রানের ইনিংস খেলেন মিডল অর্ডার এ ব্যাটার।  ম্যাট হেনরির ব্যাট থেকে আসে ৪২। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

২০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে অজিদের শুরুটা হয় যাচ্ছেতাই। ডাক মেরে ফেরেন প্রথম ইনিংসে ৩১ করা স্টিভেন স্মিথ। মার্নাশ লাভুশেনেও থিতু হতে পারেননি। উসমান খাজা ও লায়ন আগামীকাল নতুন ভাবে শুরু করবেন।

সব মিলিয়ে টেস্ট ইতিহাসে শেষ জুটিতে শতরানের বন্ধন গড়ে উঠল এ নিয়ে ২৮ বার। সবার ওপরে জো রুট ও জেমস অ্যান্ডারসনের জুটি। ভারতের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে ২০১৪ সালে শেষ জুটিতে দুই ইংলিশ ক্রিকেটার যোগ করেছিলেন ১৯৮ রান!

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস :  ১১৫.১ ওভারে ৩৮৩ (গ্রিন ১৭৪*, মার্শ ৪০, খাজা ৩৩, স্মিথ ৩১, হ্যাজেলউড ২২; হেনরি ৫/৭০, কুগেলাইন ২/৭৫)।  দ্বিতীয় ইনিংস : ৮ ওভারে ১৩/২ (খাজা ৫*, লায়ন ৬*; সাউদি ২/৫) 

নিউজিল্যান্ড : প্রথম ইনিংস : ৪৩.১ ওভারে ১৭৯ (ফিলিপস ৭১, হেনরি ৪২, ব্লান্ডেল ৩৩; লায়ন ৪/৪৩, হ্যাজেলউড ২/৫৫)

—দ্বিতীয় দিনশেষে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা