প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ০৯:১৬ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৪ ০৯:৩৯ এএম
মারকাটারি আসরের শেষ যুদ্ধে বিদেশিরা আলো ছড়াবেন নাকি রোমাঞ্চ ছড়াবেন দেশীয়রা— প্রবা ফটো
ডেভিড মিলারকে কিছু একটা বোঝাচ্ছিলেন তামিম ইকবাল। এদিক-সেদিক মাথা নেড়ে প্রোটিয়া ব্যাটার জানাচ্ছিলেন নিজের অবস্থা। ফরচুন বরিশালের অধিনায়ক যেন নাছোড়বান্দা, ‘ফাইনালে মিলারকে তার চাই-ই চাই!’ বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে কথাও আদায় করেছিলেন তামিম। মিলার থাকছেন শিরোপার মঞ্চে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে কিলার মিলারই কি তবে তামিমের আসল ট্রাম্পকার্ড? মারকাটারি আসরের শেষ যুদ্ধে বিদেশিরা আলো ছড়াবেন নাকি রোমাঞ্চ ছড়াবেন দেশীয়রা, চলছে জোর আলোচনা। কে কাকে টেক্কা দেন, সেটাই এখন বড় প্রশ্ন।
শক্তিমত্তা, অভিজ্ঞতা এবং বর্তমান আসরে ফর্ম বিচারে ভিক্টোরিয়ান্স শিবিরে সবার চেয়ে এগিয়ে তাওহিদ হৃদয়। ১২ ম্যাচে একটি সেঞ্চুরিসহ দেশি ব্যাটারের ঝুলিতে আছে ৩৮৩ রান, ব্যাট হাঁকিয়েছেন ১৪৯.৬১ স্ট্রাইক রেটে। তিনি এখন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, ফাইনাল পর্যন্ত খেললে সর্বোচ্চ রানের মালিকও হতে পারেন এ ব্যাটার।
দেশিদের মাঝে কুমিল্লার হয়ে সুযোগ থাকবে লিটন দাসেরও। ব্যাটিংয়ে বরিশালকে গুঁড়িয়ে দিতে পারেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী, ক্যারিবিয়ান জনসন চার্লস, সুনীল নারাইন কিংবা আন্দ্রে রাসেল। বড় ম্যাচ জেতানোর ভূরি ভূরি রেকর্ড আছে তাদের। ফাইনালের সেরা হওয়ার সুযোগ থাকবে দেশি জাকের আলী কিংবা চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমানেরও। তবে তার আগে জিততে হবে কুমিল্লাকে। একই বাস্তবতা ফরচুন বরিশালের ক্ষেত্রেও। ফাইনালে তামিমের দলে আছেন ম্যাচসেরা হওয়ার মতো একাধিক খেলোয়াড়।
পুরো টুর্নামেন্টে দল হিসেবে খেলে আসা বরিশালের ফাইনালের ফোকাস মিলারের দিকে। শিরোপার মঞ্চে টি-টোয়েন্টির ফেরিওয়ালা যে কুমিল্লার কৌশলের অনেকটা জুড়ে থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না। ফরচুন কর্তৃপক্ষ বেশ কাঠখড় পুড়িয়ে মিলারকে শেষের লড়াইয়ে ধরে রেখেছে। প্রোটিয়াম্যানের সঙ্গে দুই ম্যাচের চুক্তি ছিল বরিশালের, তেমন কিছু করতে না পারা মিলার শেষটায় ধরতে পারেন স্বমূর্তি। দিনটি মিলারের হলে মোস্তাফিজ-নারাইনরা বেশ পরীক্ষার মুখে পড়বেন এটা বলাই যায়।
বরিশালের ফাইনালকে নিজের রঙে রাঙাতে চাইবেন এই আসরে ধারাবাহিকভাবে ভালো খেলা অধিনায়ক তামিমও। হয়ে উঠতে পারেন কুমিল্লা অধিনায়ক লিটনের মাথাব্যথার কারণ। জাতীয় দলের একঝাঁক তারকা নিয়ে গড়া ফরচুনকে বড় উপহার দিতে নিজেদের সেরাটা দিতে কার্পণ্য করবেন না সৌম্য সরকার, মুশফিকুর রহিম কিংবা মেহেদী হাসান মিরাজও। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ হয়ে উঠতে পারেন ত্রাতা। বোলিংয়ে খালেদ আহমেদ যদি বিপিএল শুরুর মতো জ্বলে ওঠেন তবে হতে পারে ভিন্ন একটা গল্প। নিজের দিকে সব আলো টেনে নেওয়ার সামর্থ্য আছে দুই দলের বেশিরভাগ ক্রিকেটারেরই। এখন শেষটা নিজের করে নেওয়ার চ্যালেঞ্জ সবার।
শুরুর দিকের ‘তারকা নেই, রান নেই’-এর চলতি বিপিএল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছড়িয়েছে উত্তাপ। আজ শিরোপার মঞ্চে কুমিল্লাকে মোকাবিলা করবে বরিশাল। শক্তি-সামর্থ্যে দুই দলই টেক্কা দিতে পারে পরস্পরকে। টক্করটাও তাই সেয়ানে সেয়ানে। মোস্তাফিজ না মিলার, তামিম বনাম আন্দ্রে রাসেল, সাইফউদ্দিন নাকি তাওহিদ হৃদয়— এমনি সব ডুয়েলের ঝাঁজ ফাইনালকে ঘিরে। শেষের পথে ৪৬ ম্যাচের আসরের শেষটাতে কি রোমাঞ্চ অপেক্ষা করছে, সেটাই এখন আকর্ষণের কেন্দ্রে।