প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৯ পিএম
দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ইতোমধ্যে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
আগামী ১৬ মার্চ টিম হোটেলে উঠবেন বাংলাদেশ নন্দিনীরা। পর দিন ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া নারীরা। ২১ মার্চ হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে ২৪ মার্চ এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ২৭ মার্চ। সবগুলো ম্যাচ সকালে সাড়ে ৯টায়। তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজটা আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।
টি-টোয়েন্টি সিরিজও হবে মিরপুর। সবগুলো ম্যাচ বেলা ১২টায় । ৩১ মার্চ প্রথম টি-টোয়েন্টি। ২ ও ৪ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। ৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সূচি
তারিখ ম্যাচ
২১ মার্চ ১ম ওয়ানডে
২৪ মার্চ ২য় ওয়ানডে
২৭ মার্চ ৩য় ওয়ানডে
৩১ মার্চ ১ম টি-টোয়েন্টি
২ এপ্রিল ২য় টি-টোয়েন্টি
৪ এপ্রিল ৩য় টি-টোয়েন্টি