× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৩ বলে সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২২ পিএম

রেকর্ডের পর  নিকোল লফটি-ইটনের উদযাপন

রেকর্ডের পর নিকোল লফটি-ইটনের উদযাপন

কুড়ি ওভারের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন নিকোল লফটি-ইটন। মাত্র ৩৩ বলে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেছেন নামিবিয়ার এই মিডল অর্ডার ব্যাটার। এর আগে রেকর্ডটি ছিল কুশল মাল্লার দখলে। গত বছরের সেপ্টেম্বরে চীনে ৩৪ বলে শতক হাঁকিয়েছিলেন নেপালের এই ব্যাটার।  

আজ মঙ্গলবার কীর্তিপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় নেপাল-নামিবিয়া। টস জিতে ব্যাটিং নেওয়া নামিবিয়ার স্কোর ছিল ১০.৪ ওভারে ৬২ রান। উইকেট পড়ে তিনটি। তখন বাইশ গজে আসেন লফটি-ইটন। নেমেই ভয়ংকর রূপ ধারণ করেন। ব্যাট হাতে কচুকাটা করে ৩৩ বলে তুলেন টি-টোয়েন্টির প্রথম শতক। 

সেঞ্চুরির পর মাত্র তিনটি বল খেলতে পারেন ইটন। খেরোখাতায় ইতিহাস লেখার দিনে ১১ চার এবং ৮টি ছক্কা মেরেছেন। তার ব্যাটিং ঝড়ের দিনে নামিবিয়া ২০ ওভারে ৪ উইকেটে করেছে ২০৪ রান। জবাবে নেপাল করেছে ১৮.৫ ওভারে ১৮৬। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ সেঞ্চুরি 

ইয়ান নিকোল লফটি ইটন (নামিবিয়া); ৩৩ বল।

কুশল মাল্লা (নেপাল); ৩৪ বল।

ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা); ৩৫ বল।

রোহিত শর্মা (ভারত); ৩৫ বল। 

সুদেশ বিক্রমাসেকারা (চেক প্রজাতন্ত্র); ৩৫ বল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা