প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১২ পিএম
ধ্রুব জুরেল।
ছয়। হ্যাঁ, শুধুই একটি মাত্র ‘ছক্কা’। তাতেই বদলে গেল
জীবন। ডাক পেলেন আইপিএলে। সুযোগ পেলেন জাতীয় দলে। ক্রিকেটে কখনও সখনও একটা ভালো স্পেল,
একটা ভালো ইনিংস বদলে দেয় জীবন। আর ধ্রুব জুরেল তো কেবল একটি ওভার বাউন্ডারিতেই বাজিমাত
করেছেন।
জুরেলকে একটা ছয়ই এনে দিয়েছিল আইপিএলের চুক্তি। তা-ও
কোনো ম্যাচে নয়, অনুশীলনে। রাজস্থান রয়্যালসের হাইপারফরম্যান্স ডিরেক্টর জুবিন ভারুচা
জানিয়েছেন, জুরেলকে ট্রায়ালে এনেছিলেন আরেক ক্রিকেটার কার্তিক ত্যাগী। রাজ্য উত্তরপ্রদেশ
তো বটেই, কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটেই খেলেননি জুরেল। জুবিন বলেছেন, ‘আমার মনে আছে
একটা বল এক্সট্রা কভারের ওপর দিয়ে অনেক দূরে মেরেছিল। বাকিদের থেকে সেই শট ছিল অনেকটাই
আলাদা। সে বছর উত্তরপ্রদেশের হয়ে আরিয়ান জুয়াল নামে একটা ছেলেও ভালো খেলছিল। সে-ও ট্রায়ালে
ছিল সেদিন। দুজনকেই ভালো লেগেছিল। ধ্রুবের মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল যেটা বাকিদের
ছিল না।’
শুধু আইপিএলে ‘ডাক’ পাওয়াতেই সীমাবদ্ধ নয়। ভারতের হয়ে
আন্তর্জাতিক অঙ্গনেও জাত চেনাচ্ছেন জুরেল। গতকালও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের দিনে
হয়েছেন ‘ম্যাচসেরা’।