টেস্ট চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৯ পিএম
রাঁচিতে ইংল্যান্ডকে হারানোর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও ভালো অবস্থানে ভারত। পয়েন্ট বেড়েছে রোহিত শর্মাদের। বেড়েছে পয়েন্টের শতাংশও। দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে ব্যবধান কমেছে স্কাই ব্লুদের।
রাজকোটে জেতার পরই দ্বিতীয় স্থানে উঠে আসে ভারত। রাঁচিতে সিরিজ জয়ে অবস্থার নড়বড় না হলেও ঠিকই পয়েন্ট বেড়েছে। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যায়ে ৮টি টেস্টের মধ্যে ৫টি জিতেছে ভারত। হেরেছে ২টি। একটি টেস্ট ড্র হয়েছে। তাদের ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন ভারতের পয়েন্ট ৬২। পয়েন্টের শতাংশ ৬৪.৫৮। এই পয়েন্টের শতাংশের ওপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব হয়।
শীর্ষে নিউজিল্যান্ড। তারা ৪টি টেস্টের মধ্যে ৩টি জিতেছে। হেরেছে ১টি। কিউইদের পয়েন্ট ৩৬ হলেও তাদের পয়েন্টের শতাংশ ৭৫.০০। তিন নম্বরে অস্ট্রেলিয়া। অজিরা ১০টি টেস্টের মধ্যে ৬টি টেস্ট জিতেছে। হেরেছে ৩টি টেস্ট। ড্র হয়েছে ১টি। ১০ পয়েন্ট কাটা গেছে তাদের। ফলে প্যাট কামিন্সদের পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.০০।