বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২০ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০০ পিএম
চলতি বিপিএলের শুরুটা খুব একটা ভালো ছিল না ফরচুন বরিশালের। প্রথম চার ম্যাচে মাত্র এক জয় ছিল তামিম ইকবালের দলের। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে শেষ রাউন্ডে এসে প্লে-অফ নিশ্চিত করে তারা। এবার এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্প রানেই আটকে ফেলেছে ফরচুনরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১৩৫ রান করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করে ওপেনার জশ ব্রাউন। এ ছাড়া অধিনায়ক শুভাগত হোম ২৪ রান করেন।
এদিন টস জিতে চট্টগ্রামকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বরিশালের অধিনায়ক তামিম। বোলিংয়ের শুরুতেই চট্টগ্রামের ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফউদ্দিন। দ্বিতীয় ওভারে লেগ সাইডে উড়িয়ে মারতে গিয়ে মুশফিকের হাতে ক্যাচ বিদায় নেন তিনি। বিদায়ের আগে ৩ বলে ২ রান করেন বাঁহাতি এই ব্যাটার।
এরপর ক্রিজে আসেন ইমরানুজ্জামান। কিন্তু পঞ্চম ওভারে ওবেদ ম্যাকয়ের বলে কাইল মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। উইকেটকিপার এই ব্যাটার সাজঘরে ফেরেন ১৩ বলে ৭ রান করে। তবে একপ্রান্ত আগলে ধরে দলকে টানছিলেন জশ ব্রাউন। তবে তিনিও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ২২ বলে ৩৪ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার।
এরপর ১১ বলে ১৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন টম ব্রুস। দলীয় ৬৪ রানে চার উইকেট হারিয়ে রানের গতি কিছুটা কমে যায় চট্টগ্রাম। এরপর সৈকত আলীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক শুভাগত হোম। তবে দুজনের কেউই বেশিক্ষণ থাকতে পারেনি। ১৪ বলে ১১ রান করে আউট হয়ে যান সৈকত।
এরপর শুভাগত ১৬ বলে ২৪ রান করে বিদায় নেন। ১৬ বলে ১১ রান করে আউট হন রোমারিও শেফার্ড। শেষ পর্যন্ত নাহিদুজ্জামানের ১৩ বলে ১০ রান এবং সালাউদ্দিন শাকিলের ১১ বলে ৮ রানের ইনিংসে ভর করে নয় উইকেট হারিয়ে ১৩৫ রানের পুঁজি পায় বন্দর নগরীর দলটি। বল হাতে ফরচুন বরিশালের হয়ে কাইল মায়ার্স, মোহাম্মদ সাইফউদ্দিন ও ওবেদ ম্যাকয় দুটি করে উইকেট নেন। এ ছাড়াও তাইজুল ইসলাম পান একটি উইকেট।