× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলের খেলা দেখা হয়নি মিলারের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৩ পিএম

বিপিএলের খেলা দেখা হয়নি মিলারের

বিপিএলের চলতি আসর শেষের দিকে। আগামীকাল এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ডু অর ডাই ম্যাচের আগে নিজেদের শক্তি বাড়িয়েছে তামিম ইকবালের দল। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলারকে দলে ভিড়িয়েছে দক্ষিণাঞ্চলের প্রতিনিধিরা। 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় পৌছে মিলার বিশ্রাম নেননি হোটেলে। দলের অনুশীলনে যোগ দিতে ছুটে এসেছেন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে। সেখানে অধিনায়ক তামিম ইকবালসহ দলের বাকি সদস্যদের সাথে আলাপচারিতার পর ব্যাট হাতে অনুশীলন করেছেন। 

প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করে টিম হোটেলে ফেরার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিলার। সংবাদ সম্মেলনে জানালেন ব্যস্ততার কারণে দেখতে পারেননি বিপিএলের ম্যাচ। তবে বিপিএলের খেলা টিভিতে না দেখলেও নেটে দলের খোঁজ রেখেছেন টি-টোয়েন্টির এই ফেরিওয়ালা।  

মিলার বলেন, ‘'সত্যি বলতে গেল কয়েকদিন কোনো খেলা দেখিনি। কয়েকদিনের বিরতিতে ছিলাম। সামনে আমার বিয়ে। তা নিয়ে অনেক কাজ করতে হচ্ছে। তবে আমি ক্রিকইনফোতে চোখ রাখছিলাম, পয়েন্ট টেবিলে কোথায় আছি প্লে-অফে উঠেছি কি না এসব খোঁজখবর রাখছিলাম। তবে টিভিতে খেলা দেখা হয়নি।'

অতীতে বিপিএলে খেলার কথাও জানিয়েছেন মিলার, বিপিএলে আমি চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছিলাম একবার। আমার মনে আছে ওই দলের কিট গোলাপী ছিল। এখন আমি তিন ম্যাচ খেলার জন্য এসেছি, এক সপ্তাহের মতো সময়। আর বাংলাদেশে আমার ভালো স্মৃতি আছে।’

মিলার নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন, 'কাল (সোমবার) খুব ভালো খেলে কোয়ালিফায়ারে জায়গা করে নিতে হবে। আমি দলে যতটা সম্ভব অবদান রাখতে চাই। আমি যেন তরুণদের থেকে শিখতে পারি, তারাও যেন আমার থেকে শিখতে পারে। ছেলেরা ভালো খেলছে, আমিও আমার ভূমিকা রাখতে চাই।'

বিপিএলে আগামীকাল সোমবার এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল। তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা