× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

‘ক্লান্ত’ মিলারের মাঠে নামার অপেক্ষা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৭ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৩ পিএম

‘ক্লান্ত’ মিলারের মাঠে নামার অপেক্ষা

অবশেষে ফরচুন বরিশালের ডেরায় যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার। আজ (রোববার) সকালে বিপিএল খেলতে ঢাকায় এসেছেন তিনি। ক্লান্ত শরীর নিয়েও হাজির হয়েছেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। মাঠে প্রবেশ করেই বরিশালের অধিনায়ক তামিম ইকবালসহ সতীর্থদের সঙ্গে প্রাথমিক আলাপ শেষে ব্যাট প্যাড নিয়ে নেমে পড়েন।  দীর্ঘক্ষণ অনুশীলন শেষে মাঠ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন প্রোটিয়া হার্ডহিটার এই ব্যাটসম্যান

মিলার বলেন, ‘ক্লান্ত লাগছে, বিশ্রাম প্রয়োজন। তবে মানসিকভাবে বুঝতে হবে শরীরের জন্য কী দরকার।  আজ বেশ গরম। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ারও ব্যাপার আছে। একইসঙ্গে সবার সাথে পরিচিতও হওয়া দরকার। দলটাকে ভালোভাবে জানা দরকার। আজকে যেমন আমি খুব বেশি চাপ নেইনি। হালকা নেট করেছি, ব্যাটিংয়ে মাঝব্যাটে খেলার চেষ্টা করেছি। কিছু থ্রো করলাম। কালকের ম্যাচের জন্য মুখিয়ে আছি। দিনশেষে এটা নিজের শরীরকে বোঝার ব্যাপার।’

খেলোয়াড়রা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিণত হন, যাকে মিলার তুলনা করেছেন রেড ওয়াইনের সঙ্গে, ‘আমার মনে হয় এখানে কেউ ড্রিঙ্কস করেন না। তবে রেড ওয়াইনের ব্যাপারে তো জানেন। সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে ওঠে। বয়স হলে অনেক কিছু আপনি অনুধাবন করতে পারেন, ভিন্নভাবে চিন্তা করতে পারেন অতীত থেকে শিক্ষা নিয়ে। অল্প বয়সে আমরা পরিণত ক্রিকেটারদের মতো ক্রিকেটকে বিশদভাবে জানি না। যত সময় যায়, আমরা শিখতে থাকি এবং নিজের উন্নতি করতে থাকি।’

এরপরই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত পরিস্থিতি বদলে যাওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেন এই প্রোটিয়া তারকা, ‘সময় যত গড়াবে, আপনি সবকিছু আরও ভালো বুঝতে থাকবেন। টি-টোয়েন্টি ম্যাচ দ্রুত বদলে যায়, হরেকরকম পরিস্থিতি আসে। কন্ডিশন, রানরেট এসব দেখে এগোতে হয়। যখন হাতে ওভার কম, তখন মারতে হয় বেশি। ভিন্ন পরিস্থিতি অনুযায়ী ভিন্নভাবে এগোতে হয়।’

আগামীকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে বরিশাল। গ্রুপ পর্বে ২ ম্যাচেই তাদের বিপক্ষে হেরেছে তামিমের দল। ডু অর ডাই ম্যাচ নিয়ে মিলার বলেন, ‘কালকের ম্যাচ নিয়ে অনুশীলনে খুব বেশি কথা হয়নি। দল হিসেবে আমরা পরে এ নিয়ে কথা বলব। তো কালকের ম্যাচকে আমরা সাধারণ ম্যাচ হিসেবেই দেখছি।’ 

বরিশালে নিজের দায়িত্ব বুঝতে পেরেছেন কি না এমন প্রশ্নে মিলার বলেন, ‘হা, অবশ্যই আমি ১৬ বছর ধরে খেলছি। নিজের খেলাটা সম্পর্কে আমার ভালো ধারণা আছে। শুধু নিশ্চিত করতে হবে ভালো মানসিকতা নিয়ে মাঠে নামতে পারি।’  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা