প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২২ পিএম
মাঠে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার
করে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
গত ২৪ মাসের মধ্যে ৫টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় এই নিষেধাজ্ঞায় পড়লেন তারকা এই অলরাউন্ডার।
গত বুধবার ডাম্বুলায় আফগানিস্তানের
বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। সে ম্যাচে
রোমাঞ্চকর শেষ ওভারে কোমর উচ্চতার উপরে ‘বিমার’ ডেলিভারি চোখ এড়িয়ে গিয়েছিল লেগ আম্পায়ার
লিন্ডন হ্যানিব্যালের।
তার এমন সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন
হাসারাঙ্গা। এরপর আম্পায়ারের সাথে মাঠেই দুর্ব্যবহার করে বসেন তিনি। হাসারাঙ্গা বলেছিলেন,
‘অন্য কাজ খোঁজা উচিত তার’। মূলত এই ঘটনার কারণেই দুই ম্যাচ নিষেধাজ্ঞা ভোগ করতে হবে
তাকে।
এই ঘটনায় হাসারাঙ্গাকে ম্যাচ ফির ৫০
শতাংশ জরিমানার সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। আগেই তার ঝুলিতে দুটি ডিমেরিট
পয়েন্ট ছিল। অবশ্য ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন লঙ্কান অধিনায়ক। ফলে আনুষ্ঠানিক
শুনানির প্রয়োজন হয়নি।
এদিকে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের
বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না হাসারাঙ্গা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪, ৬ ও ৯ মার্চ মাঠে গড়াবে টি-টোয়েন্টি
সিরিজের ম্যাচ।