× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্টে খেলা সবচেয়ে কঠিন : তাইজুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১২ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৯ পিএম

টেস্টে খেলা সবচেয়ে কঠিন : তাইজুল

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাইজুল ইসলাম। সাদা বলের ক্রিকেটে খুব বেশি খেলতে দেখা যায় না তাকে। টাইগার বাঁহাতি এই স্পিনার টেস্ট খেলাকেই সবচেয়ে কঠিন বলে মনে করেন। তার মতে, যারা সাদা পোশাকের ক্রিকেট খেলেন কিংবা টেস্ট স্পেশালিস্ট, তাদের জন্য অন্য সংস্করণ খেলা সহজ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমে তাইজুল বলেন, ‘আপনারা মানবেন কি না জানি না, টেস্ট হচ্ছে সবচেয়ে কঠিন খেলা। আপনি যখন টেস্টে প্রতিনিয়ত পারফর্ম করবেন, তখন অন্য খেলাগুলো কিন্তু সহজ হয়ে যায়। শুধু টেস্টে একটা জায়গা মেইনটেইন করা গুরুত্বপূর্ণ। যখন আপনি একটা জায়গা মেইনটেইন করা শিখবেন, তখন অন্যগুলো সহজ হয়ে যাবে। আমার কাছে মনে হয়, যারা টেস্ট স্পেশালিস্ট বা টেস্ট খেলে, তাদের জন্য অন্য সংস্করণগুলো সহজ।’

বিপিএলের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে খেলতে নামবে বরিশাল। শেষ ম্যাচ জিতে সেরা চারে আত্মবিশ্বাস নিয়ে যেতে চান তাইজুল, ‘জটিল কোনো পরিকল্পনা নেই। এখানে (বিপিএলে) যত বেশি জিততে পারব, তত ভালো আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব। যদি আমরা সামনে যেতে পারি, তাহলে বড় দলের সঙ্গে কাজটা সহজ হয়ে যাবে। কালকে (শুক্রবার) আমাদের বড় দলের সঙ্গে খেলা, এখানে এসে রিল্যাক্স হওয়ার সুযোগ নেই। আমার কাছে মনে হয়, যত বেশি আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব, তত ভালো।’

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা