প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৭ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৬ পিএম
নাইট ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবলার দানি আলভেস। শাস্তি হিসেবে তাকে সাড়ে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন ফ্রান্স আদালত। আর্থিক দণ্ডেও দণ্ডিত হয়েছেন আলভেস। দেড় লাখ ইউরো জরিমানা দিতে হবে নিপীড়নের শিকার হওয়া ২৩ বর্ষী সেই তরুণীকে।
আজ বৃহস্পতিবার আলভেজের শাস্তির রায়ে স্পেনের আদালত বলেন, 'বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।'
২০২২ সালে বার্সেলোনার একটি নৈশক্লাবে সেই তরুণীকে ধর্ষণ করেন আলভেস। ধর্ষণে সাহায্য করেন তারই তিন বন্ধু। যদিও তিনি ধর্ষণের ব্যাপারটি বরাবরই প্রত্যাখ্যান করেছেন। এবার আদালতে সবই শিকার করেছেন।
প্রসিকিউটর জানিয়েছেন, আলভেস ও তার তিন বন্ধু ওই তরুণীর জন্য স্যাম্পেইন কিনে। তখন ওই তরুণীর অচেতন ছিলেন। এমনকি ওই নারীর মাঝে ধর্ষণের আলামতও পাওয়া গেছে। যদিও আলভেস বলেছেন একদম শুরুতে সেই নারীকে কখনও দেখেননি। এরপর স্বীকার করেন, সেই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন এবং নিজের বিয়ে ভাঙা ঠেকাতেই মিথ্যার আশ্রয় নিয়েছিলেন।
ধর্ষণের দিনের ঘটনা বর্ণনা দিতে গিয়ে ওই তরুণী বলেছেন, খুবই ভয়ংকর সময় ছিল। আমি বাথরুম থেকে বের হওয়ার জন্য উচ্চৈঃস্বরে কান্না করতে থাকি।