প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৭ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৮ পিএম
রোনালদো গোলের উচ্ছ্বাস
এশিয়ান চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে আল ফাইহার জালে বল জড়িয়ে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সিআর সেভেনের গোলে জয় ছিনিয়ে নিয়ে ছিল আল নাসরও। খেলা শেষের বাঁশি বাজার ৯ মিনিট আগে একমাত্র জয়সূচক গোল এনে দিয়েছিলেন ফুটবল কিংবদন্তি।
মহাদেশীয় টুর্নামেন্টে বুধবার রাতে দ্বিতীয় লেগেও গোলের দেখা পেলেন পর্তুগিজ মহাতারকা। দুই পর্তুগিজের গোলে আল ফাইহার বিপক্ষে ফিরতি লেগ ২-০ গোলে জয় পেয়েছে আল নাসর। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের দুরন্ত জয়ে আসরের শেষ আটে নিজেদের নাম লিখেছে সৌদি প্রো লিগের ক্লাবটি।
আওয়াল পার্কে ম্যাচের ১৭ মিনিটে হেডে গোল করে আল নাসরকে লিড এনে দেন পর্তুগিজ উইঙ্গার ওতাভিও। আল খাইবারির প্রায় পারফেক্ট আড়াআড়ি শট থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে লক্ষ্য ভেদ করেন। ম্যাচের চার মিনিট বাকি থাকতেই জয়ের ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
অথচ রোনালদোর জন্য রাতটা কাটতে যাচ্ছিল হতাশায়। ফাইহার বক্সে দুবার পড়ে গেলে পাননি পেনাল্টি। অফ সাইডের ফাঁদে পড়ে একটি গোল থেকেও হন বঞ্চিত। প্রথমার্ধে দেখেন হলুদ কার্ড। এর প্রতিবাদ করে তার সঙ্গে হলুদ কার্ড হজম করেন আল নাসর কোচ লুইস কাস্ত্রোও।