প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫৯ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৯ এএম
অনেক সুযোগ মিসের পর গোলের দেখা পান লুইস ডিয়াজ
শুরুতে পিছিয়ে পড়ে ছিল লিভারপুল। পরে অ্যানফিল্ডে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিকরা ছিনিয়ে নিয়েছে দুর্দান্ত জয়। প্রতিপক্ষ লুটন টাউনের জালে দিয়েছে ৪ গোল। ঘরের মাঠে পাওয়া ৪-১ গোলের দাপুটে জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল এগিয়ে রইল ৪ পয়েন্টে।
ম্যাচের ১২ মিনিটের মাথায় চিডোজি ওগবেনের হেডে পিছিয়ে পড়ে লিভারপুল। পরে লিভারপুলের হয়ে একে একে গোল করেন ভার্জিল ফন ডাইক, কডি গাকপো, লুইস ডিয়াজ ও হার্ভি এলিয়ট।
গত মাসে আর্সেনালের কাছে ৩-১ গোলে হারার পর লিভারপুল ছন্দে ফিরে পেল তিন জয়। সন্দেহ নেই, ওয়েম্বলিতে চেলসির বিপক্ষে রবিবারের ইএফএল কাপ ফাইনালে এ জয় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে দ্য রেড শিবিরের জন্য।
কোচ জুর্গেন ক্লপের ছেলেরা দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে ৪ পয়েন্টের লিড নিল। যদিও তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। আর লুটন রইল নিচে থেকে তৃতীয় স্থানে।