× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৬ পিএম

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার মেয়েরা

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মেগা আসর সামনে রেখে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

ঢাকায় নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে অ্যালিসা হিলিরা। বিসিবির উইমেন্স উইং সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কান হেড কোচ হাসান তিলকারত্নের অধীনে ক্যাম্প শুরু করবে টাইগ্রেসরা।

মিরপুর শেরই-বাংলা স্টেডিয়ামে জ্যোতিদের খেলার সুযোগ করে দিতেই মূলত ছেলেদের শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচ ঢাকার বাইরের রাখা হয়েছে। অজি নন্দিনীদের সিরিজের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ২০ মার্চ। এবারের আগে ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া।

মার্চের শেষের দিকে ঢাকায় পা রাখবেন অস্ট্রেলিয়ার মেয়েরা। সফরটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হলেও বিশ্বকাপের কারণে পাচ্ছে বাড়তি গুরুত্ব। মূলত বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই এমন সিরিজ।

মাসখানেক আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নারী উইংয়ের প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেছিলেন, ‘বাংলাদেশের ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। সেখানে উইকেট কেমন আচরণ করে, সফরে আমাদের খোঁজখবর নেওয়ার অংশ থাকবে এগুলো।’

উপমহাদেশের কন্ডিশনে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। ব্যতিক্রম নয় বাংলাদেশের উইকেটও। তাই এই সফরে অস্ট্রেলিয়া দলে দেখা যেতে পারে স্পিনারদের আধিক্য। অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে সপ্তাহখানেক পর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবেন জ্যোতিরা। বিসিবি সূত্র জানিয়েছে, পুরনো ক্রিকেটারদের কেউই ফিরছেন না এই সিরিজটিতে। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা জাহানারা-রুমানা-সালমাদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা